spot_img

দেশে ফিরছেন তামিম ও হাসান

অবশ্যই পরুন

ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ না হওয়ায় নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ পড়েন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। এজন্য তাকে দেশে ফেরত পাঠানোর সিদ্বান্ত নিয়েছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। হাসানের সঙ্গে দেশে ফিরছেন তামিম ইকবালও। ব্যক্তিগত কারণে টি-টোয়েন্টি সিরিজ খেলবেন না ওয়ানডে অধিনায়ক।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া বিভাগ থেকে জানানো হয়েছে, ইতোমধ্যে নিউজিল্যান্ড থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন হাসান ও তামিম।

এক বিবৃতিতে বিসিবি জানায়, ‘রোববার থেকে কিউইদের বিপক্ষে শুরু হওয়া টি-টোয়েন্টি সিরিজের আগে ফিটনেস ফিরে না পাওয়ায় নিউজিল্যান্ড থেকে দেশে ফিরছেন হাসান মাহমুদ।’

আরও জানানো হয়, ‘ডুনেডিনে প্রথম ওয়ানডের পর ইনজুরির কারণে দলের সাথে অনুশীলন বা খেলেননি ২১ বছর বয়সী পেসার হাসান। ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের সাথে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি। বিসিবি মেডিকেল টিমের তত্ত্বাবধানে তার পর্যবেক্ষণ চলবে।’

সর্বশেষ সংবাদ

সশস্ত্রবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়লো আরও ৬০ দিন

বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও এর ওপরের সমপদমর্যাদার কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ আরো দুই মাস (৬০...

এই বিভাগের অন্যান্য সংবাদ