রাজশাহীতে সাকিব হোসেন (১৮) নামে এক তরুণ খুন হয়েছেন। ধারণা করা হচ্ছে, তার ছোট ভাই তাকে খুন করেছেন। শুক্রবার রাতে নগরীর হাড়ুপুর বাগানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এছাড়া পুলিশ সন্দেহভাজন ছোট ভাই শিশুল হোসেনকে খুঁজছে।
রাজশাহী নগরীর হাড়ুপুর বাগানপাড়া এলাকার বাড়িতে সাকিবের গলাকাটা লাশ পাওয়া গেছে। ছোট ভাই শিমুল হোসেন (১৬) তাকে হত্যা করে পালিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। গতকাল শনিবার সকালে প্রতিবেশীরা পুলিশের জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানান। এরপর নগরীর কাশিয়াডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে যায়।
নিহত সাকিব হোসেনের বাবার নাম হেলিন। পেশায় তিনি ট্রাকচালক। শুক্রবার রাতে তিনি ঢাকায় ছিলেন। আর সাকিবের মা তার ভাইয়ের বাড়ি বেড়াতে গেছেন। রাতে বাড়িতে শুধু দু’ভাই ছিলেন। তবে সাকিব হোসেন খুন হওয়ার পর শিমুলকে পাওয়া যাচ্ছে না।
কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ সাংবাদিকদের জানান, সাকিব এসএসসিতে অকৃতকার্য হয়ে আর পড়াশোনা করেনি। ছোট ভাই শিমুল অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে। তারা কোনো কাজও করত না। তবে সাকিবের মাদকের সঙ্গে সংশ্লিষ্টতা ছিল। তার বিরুদ্ধে থানায় মাদকের মামলাও রয়েছে।
তিনি আরো বলেন, সকালে ৯৯৯ নম্বরের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছোট ভাই শিমুল তার বড় ভাইকে গলাকেটে হত্যা করে পালিয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে। এ নিয়ে থানায় মামলা হবে।