spot_img

অবসরের আগেই জাতীয় দলের কোচ হলেন খেলোয়াড়!

অবশ্যই পরুন

জাতীয় দল থেকে এখনো অবসর নেননি। শুধু তরুণদের মাঝে ঠাঁই হচ্ছে না নিয়মিত। সুযোগ পেলে আবারও খেলতে চান জাতীয় দলে। এমন পরিস্থিতিতেই আয়ারল্যান্ড জাতীয় দলের কোচিং প্যানেলে যুক্ত হলেন দেশটির সাবেক অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড।

আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড শুক্রবার আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে জানায়, পোর্টারফিল্ডকে আয়ারল্যান্ডের কোচিং প্যানেলে যুক্ত করা হয়েছে । ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার জাতীয় পুরুষ ও নারী দলের ফিল্ডিং পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করবেন। একইসঙ্গে খেলাও চালিয়ে যাবেন, মাঠ মাতাবেন পেশাদার ক্রিকেটে।

পোর্টারফিল্ড ছাড়াও আইরিশদের কোচিং প্যানেলে যুক্ত হয়েছেন সদ্য অবসরে যাওয়া নেওয়া উইকেটরক্ষক ব্যাটসম্যান গ্যারি উইলসন।

এমন দায়িত্ব পাওয়ার খবরে উচ্ছ্বসিত পোর্টারফিল্ড।

এক প্রতিক্রিয়ায় পোর্টারফিল্ড বলেন, ‘দুই দায়িত্ব পেয়ে আমি অনেক খুশি। এটা দারুণ এক সুযোগ হতে যাচ্ছে আমার জন্য। কাজে নেমে পড়তে ইচ্ছা করছে এখনই। আর তর সইছে না। আয়ারল্যান্ডের সেরা খেলোয়াড়দের নিয়ে কাজ করতে আমি মুখিয়ে আছি। ফিল্ডিং এমন কিছু যা আমি খুব উপভোগ করি।’

২০২০ সালে বায়ো বাবল সুরক্ষায় আন্তর্জাতিক ম্যাচ খেলেন পোর্টারফিল্ড। এরপর থেকে জাতীয় দলে ডাক পাননি। আয়ারল্যান্ডের ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক ও সর্বকালের অন্যতম সেরা ফিল্ডার হিসেবে গণ্য করা হয় পোর্টারফিল্ডকে।

তথ্যসূত্র: ক্রিকবাজ

সর্বশেষ সংবাদ

কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না নয়: আইজিপি

পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে দায়ের করা মামলাসমূহ যথাযথভাবে তদন্ত করতে হবে। কোনো...

এই বিভাগের অন্যান্য সংবাদ