spot_img

৭০ লাখ ডোজ চীনা ভ্যাকসিন কিনছে পাকিস্তান

অবশ্যই পরুন

পাকিস্তান আগামী মাস থেকে ৫০ বছর বয়সের বেশি নাগরিকদের করোনার টিকা দেয়ার প্রস্তুতি নিচ্ছে। এ কারণে চীনের তৈরি দুই করোনা ভ্যাকসিনের আরও ৭০ লাখ ডোজ কিনছে পাকিস্তান সরকার।

পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী ও জাতীয় কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টারের (এনসিওসি) প্রধান আসাদ ওমর জানিয়েছেন, ‘মহামারীটি নিয়ন্ত্রণে সরকারের সমন্বিত পদক্ষেপের অংশ হিসাবে এই ভ্যাকসিনগুলো কেনা হয়েছে। সেগুলোর চালান চলতি মাসিই পাকিস্তানে পৌঁছানো শুরু হবে।’ তিনি বলেন, ‘চীন থেকে সিনোফর্ম এবং ক্যানসিনোর ভ্যাকসিন সংগ্রহের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। সিনোফর্ম ভ্যাকসিনের ১০ লাখ ডোজ সহ দুটি ভ্যাকসিন এই মাসের শেষের দিকে পাকিস্তানে পৌঁছে যাবে।’ উমর আরও জানান, সরকার ক্যানসিনো ভ্যাকসিনের ৬০ লাখ ডোজও কিনেছে।

অগ্রণী স্বাস্থ্যসেবা কর্মীদের অগ্রাধিকারের ভিত্তিতে পাকিস্তানে গত মাসে ভ্যাকসিনেশন ড্রাইভ শুরু হয়েছে। গত ১০ মার্চ, ৬০ বছরের বেশি বয়সীদের চিকা দেয়ার জন্য দ্বিতীয় পর্ব চালু করা হয়েছিল। উমর জানিয়েছে যে, ৫০ বছরের বেশি বয়সের লোকদের টিকা দেয়ার কাজ এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে শুরু হবে। সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন।

সর্বশেষ সংবাদ

আইপিএলের নিলামে এক বছরে ‘৪৯ সেঞ্চুরি’ করা ১৩ বছর বয়সী বৈভব

সময়ের সেরা ফ্র্যাঞ্চাইজি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। যেখানে দেখা মেলে, হালের অন্যতম সেরা তারকাদের। অনেকের মতে, আন্তর্জাতিক ক্রিকেটের...

এই বিভাগের অন্যান্য সংবাদ