অনুমিতই ছিল যে নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের কী অবস্থা হতে পারে! অবশেষে সেটাই হলো। সিরিজের শেষ ম্যাচেও ১৬৪ রানের বিশাল ব্যবধানে হেরে গেলো বাংলাদেশ। শেষ মুহূর্তে মাহমুদউল্লাহ রিয়াদের ঝড়ো ব্যাটিংয়ে অপরাজিত ৭৬ রানের ইনিংসের কারণে ব্যবধানটা একটু কমেছে শুধু।
স্বাগতিক নিউজিল্যান্ড টস জিতে ব্যাট করতে নেমেছিল প্রথমে। শুরুতে স্বাগতিকদের ব্যাটিং লাইনআপে বড় একটি ধাক্কা দিতে পারলেও শেষ পর্যন্ত সে ধারাবাহিকতা আর ধরে রাখতে পারেনি তারা। ডেভন কনওয়ের অসাধারণ সেঞ্চুরিতে (১২৬) ঘুরে দাঁড়ায় কিউইরা। শেষ দিকে ঝড়ো সেঞ্চুরি করেন ড্যারিল মিচেল। ১০০ রানে অপরাজিত ছিলেন তিনি।
যার ফলে স্কোরবোর্ডে ৩১৯ রানের বিশাল স্কোর দাঁড় করিয়ে দেয় স্বাগতিকরা। উইকেট হারিয়েছিল তারা মোট ৬টি। প্রথম দুই ম্যাচে বাতিলের খাতায় থাকা রুবেল হোসেন সুযোগ পেয়েই নিলেন ৩ উইকেট। একটি করে নিলেন মোস্তাফিজ, তাসকিন এবং সৌম্য সরকার।
নিউজিল্যান্ড মূলতঃ এতবড় একটি স্কোর দাঁড় করাতে পারার কারণ হচ্ছে বাংলাদেশের ফিল্ডারদের মিস ফিল্ডিং আর ক্যাচ মিসিং। বিষয়গুলো দেখতে খুব ছোট ছোট হয়তো। কিন্তু এক সময় দিয়ে এগুলোই অনেক বড় হয়ে দাঁড়ায় এবং ম্যাচে জয়-পরাজয় নির্ধারণে নিয়ামক হয়ে দাঁড়ায়।
বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল মানছেন সে কথাই। তার মতে বাংলাদেশ শুরুটা করেছিল ভালো। কিন্তু ছোট ছোট ভুলগুলোর কারণেই শেষ পর্যন্ত অনেক বেশি পিছিয়ে পড়তে হয়। সেই ছোট ছোট ভুলগুলোই অনেক বেশি কষ্ট দেয় অধিনায়কের মনে।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তামিম বলেন, ‘আমি মনে করি, বল হাতে আমরা খুব ভালো শুরু করেছিলাম। ৫০ রানেরও কম তাদের ৩ উইকেটে। তবে তাদের দুই ব্যাটসম্যান সত্যিই খুব ভালো ব্যাটিং করেছে। অনেক সময় ছোট ছোট বিষয়গুলোও আপনাকে খুব কষ্ট দিতে পারে। ক্যাচ মিস, আউটের সুযোগ মিস- এগুলো। তবে অবশ্যই নিউজিল্যান্ডকে কৃতিত্ব দিতে হবে। পুরো সিরিজেই তারা ছিল অসাধারণ।’