spot_img

নেপালে তিন জাতির টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ

অবশ্যই পরুন

এক ম্যাচ হাতে থাকতেই নেপালে তিন জাতির আমন্ত্রণমূলক টুর্নামেন্টের ফাইনালে উঠে গেল বাংলাদেশ।

নিজেদের প্রথম ম্যাচে কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলকে ১-০ হারিয়ে ফাইনালে এক পা দিয়ে রেখেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। শনিবার বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ নেপালের বিপক্ষে। তবে সেই ম্যাচের ফল যাই হোক বাংলাদেশ ফাইনালে খেলবে।

কারণ বৃহস্পতিবার কিরগিজস্তান-নেপাল ম্যাচটি গোল শূন্য হয়েছে।

দুই ম্যাচ খেলে কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলের পয়েন্ট ১। এক ম্যাচ করে খেলে বাংলাদেশের পয়েন্ট ৩, নেপালের ১।

টুর্নামেন্টের ফাইনাল ২৯ মার্চ। বাংলাদেশ ফাইনালে প্রতিপক্ষ হিসেবে কাদের পাচ্ছে তা নির্ভর করছে বাংলাদেশ-নেপাল ম্যাচটির ওপর। বাংলাদেশ ম্যাচটা হারলে বা ড্র করলে ফাইনালে উঠবে নেপাল। তবে বাংলাদেশের কাছে নেপাল একাধিক গোলের ব্যবধানে হেরে গেলে কিরগিজস্তান ফাইনালে খেলার সুযোগ পাবে।

সর্বশেষ সংবাদ

আগামীতে চিকিৎসা ক্ষেত্রে যেন কোনো রাজনীতি না হয়: ক্রীড়া উপদেষ্টা

রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠনে চিকিৎসকদেরও পরামর্শ দেওয়ার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ শনিবার (২৩...

এই বিভাগের অন্যান্য সংবাদ