spot_img

মানহানির মামলায় লি সেইনকে ৯৯ হাজার ডলার ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ

অবশ্যই পরুন

মানহানির এক মামলায় সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সেইন লংকে ৯৯ হাজার ডলার (প্রায় ৮৪ লাখ ১৭ হাজার টাকা) ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছেন দেশটির হাইকোর্ট। বুধবার আদালত এই আদেশ প্রদান করেন।

মালয়েশিয়ার রাষ্ট্রীয় তহবিলের (ওয়ানএমডিবি) অর্থ তছরুপের এক মামলার সঙ্গে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীকে জড়িয়ে একটি রিপোর্ট প্রকাশ করা হয়। সেই অনলাইন রিপোর্টটি নিজের ফেসবুকে শেয়ার করে লিয়ং ঝে হিয়ান নামের একজন অর্থনৈতিক উপদেষ্টা।

এ ঘটনায় হিয়ানের বিরুদ্ধে মামলা করে লি। এরপরই আদালত এই ব্লগারকে এই বিপুল পরিমাণ অর্থ ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিলেন। প্রধানমন্ত্রী লির আইনজীবীরা বলেন, এ ধরনের নিউজ মিথ্যা ও ভিত্তিহীন। ২০১৮ সালের নভেম্বরে হিয়ানের শেয়ার করা ওই ফেসবুক পোস্ট অবশ্য পরে মুছে ফেলা হয়।

বিচারক আদিত আব্দুল্লাহ এই রায় দেন। রায়ের পর প্রধানমন্ত্রীর লির প্রেস সচিব জানান, আদালত এই রায় দিয়েছেন এবং এ ব্যাপারে প্রধানমন্ত্রীর কিছু বলার নেই। এদিকে হিয়ান বলেন, মামলার নিষ্পত্তি হওয়ায় তিনি আনন্দিত। তবে তিনি হতাশ।

হিয়ান বলেন, রায় নিয়ে তিনি তার আইনজীবীদের সঙ্গে আলোচনা করবেন। এছাড়া, সিঙ্গাপুরবাসীদের মতামত কি সেটাও জানতে চান তিনি।

সর্বশেষ সংবাদ

আইপিএলের নিলামে এক বছরে ‘৪৯ সেঞ্চুরি’ করা ১৩ বছর বয়সী বৈভব

সময়ের সেরা ফ্র্যাঞ্চাইজি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। যেখানে দেখা মেলে, হালের অন্যতম সেরা তারকাদের। অনেকের মতে, আন্তর্জাতিক ক্রিকেটের...

এই বিভাগের অন্যান্য সংবাদ