spot_img

দেশে গত তিন মাসের মধ্যে একদিনে সর্বোচ্চ ৩৪ মৃত্যু, নতুন শনাক্ত ৩৫৮৭, সুস্থ ১৯৮৫ জন

অবশ্যই পরুন

গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ শনাক্ত হয়েছে আরও ৩ হাজার ৫৮৭ জনের দেহে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৫ লাখ ৮৪ হাজার ৩৯৫ এ।

এছাড়া ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাও সপ্তাহজুড়ে ওঠানামা করছে। দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। যা গত তিন মাসের মধ্যে একদিনে সর্বোচ্চ। এ নিয়ে গত ১ বছরে কোভিডজনিত কারণে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৮ হাজার ৭৯৭।

বৃহস্পতিবার দুপুরে করোনাভাইরাসের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, ২১৯টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৪৫টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪৫ লাখ ১৪ হাজার ৭৩১টি।

এদিকে গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৯৮৫ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট ৫ লাখ ২৯ হাজার ৮৯৪ জন সেরে উঠলেন প্রাণঘাতি এই ভাইরাস থেকে।

দেশে করোনাভাইরাস সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে সে বছরের ১৮ মার্চ।

করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য একটি বিশেষ ওয়েবসাইট (www.corona.gov.bd) চালু রেখেছে সরকার।

এক নজরে বাংলাদেশের করোনাচিত্র:

মোট শনাক্ত:  ৫ লাখ ৮৪ হাজার ৩৯৫
মারা গেছেন: ৮ হাজার ৭৯৭
মোট সুস্থ: ৫ লাখ ২৯ হাজার ৮৯৪ জন
মোট নমুনা পরীক্ষা: ৪৫ লাখ ১৪ হাজার ৭৩১টি।

সর্বশেষ সংবাদ

আইপিএলের নিলামে এক বছরে ‘৪৯ সেঞ্চুরি’ করা ১৩ বছর বয়সী বৈভব

সময়ের সেরা ফ্র্যাঞ্চাইজি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। যেখানে দেখা মেলে, হালের অন্যতম সেরা তারকাদের। অনেকের মতে, আন্তর্জাতিক ক্রিকেটের...

এই বিভাগের অন্যান্য সংবাদ