spot_img

শেষ ম্যাচে চোট নিয়েই খেলবেন মুস্তাফিজ

অবশ্যই পরুন

দ্বিতীয় ওয়ানডেতে ম্যাচটা তখন বেরিয়ে যাচ্ছিল বাংলাদেশের হাত থেকে। তখন আরও এক দৃশ্যে রীতিমতো আঁতকে ওঠার যোগাড় হয়েছিল বাংলাদেশ সমর্থকদের। পেশিতে টান নিয়ে বেরিয়ে যাচ্ছিলেন মুস্তাফিজুর রহমান। সে সময় শঙ্কা সৃষ্টি হলেও অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছেন, বাঁহাতি এই পেসারের চোট বড় কিছু নয় আদৌ। তার তৃতীয় ওয়ানডে খেলা নিয়ে কোনো সন্দেহ নেই তামিমের।

প্রথম ওয়ানডেতে ভরাডুবির পর সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জয়ের বড় সম্ভাবনাই সৃষ্টি করেছিল বাংলাদেশ। তবে শেষমেশ জয়টা হাত থেকে ফসকে গেছে তামিমদের। তৃতীয় ওয়ানডেতে তাই দলের লক্ষ্য জয় তুলে নিয়ে হোয়াইটওয়াশ এড়ানো। যেটা হয়ে গেলে নিউজিল্যান্ডের মাটিতে তাদেরই বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচে প্রথম জয়টাও তুলে নেওয়া যাবে।

দ্বিতীয় ম্যাচে নিজের করা নবম ওভারের তৃতীয় ডেলিভারিটির সময় কাফ মাসলে টান পড়ে মুস্তাফিজের। সে ম্যাচের ৯.৩ ওভারে ৬২ রান খরচে দুটো উইকেট দখল করা মুস্তাফিজ মাঠ ছাড়েন এরপরই। এরপর ওভারটি সম্পন্ন করেন সৌম্য সরকার।

সে ম্যাচের চোট শেষ ম্যাচেও মুস্তাফিজকে ভোগাবে কিনা, এমন প্রশ্নের জবাবে তামিম বলেন, ‘ইনজুরি খুব বেশি গুরুতর নয়। কাফ মাসলে টান লেগেছিল, তাই তাকে ড্রেসিংরুমে ফিরে যেতে হয়েছিল। আমি তার সাথে কথা বলেছি, সে ভালো অবস্থায় আছে এবং আমি মনে করি সে তৃতীয় ওয়ানডে খেলবে।’
সিরিজের তৃতীয় ওয়ানডেতে আগামীকাল ভোর চারটায় নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

সর্বশেষ সংবাদ

আইপিএলের নিলামে এক বছরে ‘৪৯ সেঞ্চুরি’ করা ১৩ বছর বয়সী বৈভব

সময়ের সেরা ফ্র্যাঞ্চাইজি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। যেখানে দেখা মেলে, হালের অন্যতম সেরা তারকাদের। অনেকের মতে, আন্তর্জাতিক ক্রিকেটের...

এই বিভাগের অন্যান্য সংবাদ