spot_img

এক মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন ডিএসইতে

অবশ্যই পরুন

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের উভয় পুঁজিবাজারে সূচকের পতন দিয়ে শেষ হয়েছে লেনদেন। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেন হয়েছে এক মাসের মধ্যে সর্বনিম্ন। এদিন সিএসইতেও কমেছে লেনদেনের পরিমান। তবে ডিএইতে বেশির ভাগ কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত থাকলেও বেড়েছে সিএসইতে।

ডিএসই ও সিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৪৮৮ কোটি ২৩ লাখ ৪৯ হাজার টাকা। যা গত এক মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত ফেব্রুয়ারি মাসের ২২ তারিখে ডিএসইতে লেনদেন হয়েছিলো ৪৬৭ কোটি আট লাখ ৮৬ হাজার টাকা।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৫২টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১২৯টির, কমেছে ৮১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩২টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

বুধবার দিনশেষে ডিএসইতে মোট লেনদেন হয়েছিল ৫৮০ কোটি ৩৯ লাখ ৫১ হাজার টাকা। লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দর কমেছিল বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের।

বৃহস্পতিবার সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৭ কোটি ১২ লাখ ৬৮ হাজার ৫৫১ টাকা। যা আগের দিনের তুলনায় ১৫০ কোটি টাকা কম। এদিন সিএসইর লেনদেনে অংশ নেয়া ২০৮টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৮৪টি কোম্পানির। দর কমেছে ৬০টি কোম্পানির। অপরিবর্তিত রয়েছে ৬৪টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

জানা গেছে, বৃহস্পতিবার ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স সূচক দুই পয়েন্ট কমে অবস্থান করছে পাঁচ হাজার ৩২৭ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক তিন পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২১৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক তিন পয়েন্ট কমে অবস্থান করছে দুই হাজার ২০ পয়েন্টে।

অপর দিকে, সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই কিছুটা কমে অবস্থান করছে ১৫ হাজার ৪২৪ পয়েন্টে। সিএসইএক্স সূচক কিছুটা পয়েন্ট বেড়ে অবস্থান করছে নয় হাজার ৩০৪ পয়েন্টে। সিএসই-৩০ সূচক ৫২ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ৭৭৪ পয়েন্টে। সিএসই-৫০ সূচক কিছুটা কমে অবস্থান করছে এক হাজার ১৭৫ পয়েন্টে। সিএসআই কিছুটা বেড়ে অবস্থান করছে ৯৯১ পয়েন্টে।

সর্বশেষ সংবাদ

নেইমারের ৫টি ব্যালন ডি’অর জেতা উচিত ছিল : বুফন

দীর্ঘ ক্যারিয়ারে প্রতিপক্ষের সবচেয়ে কঠিন ফুটবলার হিসেবে মেসি, রোনালদো নয়, বরং নেইমারকে বেছে নিয়েছেন ইতালি ও ইউভেন্তুসের কিংবদন্তি গোলরক্ষক...

এই বিভাগের অন্যান্য সংবাদ