spot_img

জার্মানিতে লকডাউন জারির একদিন পরই প্রত্যাহার

অবশ্যই পরুন

পূর্বের ঘোষণার একদিন পর ইস্টার উৎসবকে কেন্দ্র করে পাঁচদিনের কঠোর লকডাউন পরিকল্পনা প্রত্যাহার করেছেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল। বুধবার (২৪ মার্চ) পরিকল্পনাটিকে ‘একটি ভুল’ উল্লেখ করে তিনি জানান, এই সিদ্ধান্ত বাতিলের পুরো দায় আমার। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ খবরটি জানিয়েছে।

গত সোমবার (২২ মার্চ) রাতে প্রস্তাবিত এই লকডাউন পরিকল্পনার বিষয়ে আঞ্চলিক নেতাদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এতে ১-৫ এপ্রিল বিভিন্ন বিধি-নিষেধ জারি করার প্রস্তাব করা হয়। যদিও বুধবার পরবর্তী বৈঠকে সেই সিদ্ধান্ত বাতিল করা হয়। পরিকল্পনাটি ব্যবসায়িক নেতা ও বিজ্ঞানীদের কঠোর সমালোচনার মুখে পড়ে।

ইস্টারের লকডাউন বাতিলের ঘোষণা দিয়ে জার্মান চ্যান্সেলর বলেন, আমাদের একটি নতুন ভাইরাস রয়েছে। তীব্রভাবে সংক্রমণ ছড়ানো ইউকে (কেন্ট) ভ্যারিয়েন্ট এখন অনেক ছড়াচ্ছে। যা দেশকে নতুন আরেক মহামারিতে নিয়ে যাচ্ছে।

ম্যার্কেল আরও বলেন, এটি আরও বেশি প্রাণঘাতী, সংক্রামক ও বেশি দিন সংক্রমণ থাকছে।

ইস্টারে পাঁচদিনের লকডাউন পরিকল্পনা বাস্তবায়িত হলে তা হলো এখন পর্যন্ত সবচেয়ে কঠোর। ১ থেকে ৫ এপ্রিল দুটি পরিবারের পাঁচ জনের বেশি মানুষ একত্রিত না হওয়াও সব দোকানপাট পুরোপুরি বন্ধ রাখার প্রস্তাব ছিল।

উল্লেখ্য, শুধু ৩ এপ্রিল সুপারমার্কেট ও মুদির দোকান খোলা রাখার কথা বলা হয়েছিল। এছাড়া ইস্টারে গির্জায় ধর্মীয় জমায়েত না করারও প্রস্তাব ছিল পরিকল্পনায়।

সর্বশেষ সংবাদ

পর্তুগালকে রুখে দিয়ে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়া

শিরোপা লড়াইয়ে জায়গা পেতে প্রয়োজন একটি পয়েন্টের, প্রথমার্ধে গোল হজম করে ক্রোয়েশিয়ার সেই সম্ভাবনা পড়ে যায় হুমকির মুখে। সেখান...

এই বিভাগের অন্যান্য সংবাদ