রাজধানীতে গত দুই দিনের মতো আজও (২৫ মার্চ) দুপুর ১২টা পর্যন্ত গ্যাস সরবরাহ কম থাকবে। এ নিয়ে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।
কোম্পানির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তিতাস অধিভুক্ত এলাকায় সামগ্রিক নেটওয়ার্কে গ্যাসের সরবরাহ কম থাকায় ঢাকা শহরসহ আশপাশের এলাকায় প্রয়োজনীয় পরিমাণে এবং চাপে গ্যাস সরবরাহ করা যাচ্ছে না। এজন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করছে। এ অবস্থায় আজ বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।
সাভারের আমিন বাজারে সড়কে কাজ করার সময় তিতাসের ফিডার লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় ২৩ ও ২৪ মার্চ (মঙ্গল ও বুধবার) দিনব্যাপী রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ ছিল। এ সময় অন্যান্য এলাকাতেও গ্যাসের স্বল্পচাপ ছিল। ফিডার লাইন মেরামতের কাজ শেষ না হওয়ায় আজও রাজধানীর বিভিন্ন এলাকায় একই অবস্থা পাওয়া যাবে।
এ বিষয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী সাখাওয়াত হোসেন বলেন, সড়ক ও মহাসড়ক বিভাগ সাভারের আমিন বাজারে কাজ করার সময় তিতাসের ফিডার লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। যার কারণে ২৩ মার্চ তাৎক্ষণিকভাবে গ্যাস শাটডাউন (বন্ধ) করে দেওয়া হয়েছিল। সেখানকার কাজ এখনও শেষ হয়নি। তাই গ্যাস সরবরাহ স্বাভাবিক করা যাচ্ছে না। এখনও আমাদের কাজ চলছে, আমাদের টিম সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিতাস সূত্রে জানা গেছে, গ্যাস লাইনের ত্রুটি মেরামতের কাজ করা কঠিন হয়ে পড়েছে। আমিনবাজারে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ বালু ফেলে পাইলিং করতে গিয়ে তিতাসের পাইপলাইন ছিদ্র করে ফেলে। এখন এক্সকাভেটর (খননকারী যন্ত্র) দিয়ে বালু সরাতে গেলেই সেখানে পানি চলে আসছে। একাধিকবার চেষ্টা করেও কোনো ফল আসেনি। অন্যদিকে ডেমরা, যাত্রাবাড়ী পয়েন্টেও গ্যাসের সরবরাহ কিছুটা বিঘ্নিত হচ্ছে। যে কারণে রাজধানীবাসীর গ্যাস নিয়ে ভোগান্তি আরও কিছুটা বাড়তে পারে।