spot_img

ইতালি থেকে অ্যাস্ট্রাজেনেকার ৩ কোটি টিকার ডোজ উদ্ধার

অবশ্যই পরুন

ইতালির রাজধানী রোমের অদূরে আনাগনি এলাকার একটি কারখানায় অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ৯০ লাখ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা করোনা টিকার ডোজ উদ্ধার করেছে দেশটির আইন-শৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার এই টিকার ডোজগুলো উদ্ধার করা হয়েছে বলে ইতালির দৈনিক লা স্তাম্পার বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

টিকার এই ডোজগুলো যে কারখানা থেকে উদ্ধার করা হয়েছে, সেটি মার্কিন ওষুধ এবং মেডিকেল পণ্যসামগ্রী প্রস্তুতকারী কোম্পানি ক্যাটালেন্টের। লা স্তাম্পা পত্রিকায় সংবাদ প্রকাশের পর দেশটির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘিও স্বীকার করেছেন, রোমের নিকটবর্তী একটি এলাকা থেকে অ্যাস্ট্রাজেনেকার কোরোনা টিকার কয়েকটি ব্যাচ জব্দ করা হয়েছে।

প্রসঙ্গত, ১০ লাখ টিকার ডোজকে সংক্ষেপে ‘এক ব্যাচ টিকার ডোজ’ বলা হয়।

এদিকে টিকার ডোজ উদ্ধারের এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভূক্ত দেশগুলো। সুইডেনভিত্তিক ওষুধ প্রস্তুতকারী কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে ইতোমধ্যে বিশ্বাসভঙ্গের অভিযোগ আনা হয়েছে।

অ্যাস্ট্রাজেনেকা অবশ্য বলেছে, ইউরোপীয় ইউনিয়নভূক্ত দেশগুলো এবং দরিদ্র দেশগুলোর করোনা টিকা প্রাপ্তি নিশ্চিত করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রকল্প কোভ্যাক্স ইনিশিয়েটিভসের জন্যই মজুত করা হয়েছিল টিকার ডোজগুলো।

বুধবার এক বিবৃতিতে অ্যাস্ট্রাজেনেকা কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, ‘টিকার এই ডোজগুলো ইউরোপ এবং কোভ্যাক্স ইনিশিয়েটিভসের জন্য বরাদ্দ করা হয়েছিল। এগুলোর মধ্যে ১ কোটি ৬০ লাখ ডোজ ইউরোপের জন্য এবং বাকি ১ কোটি ৩০ লাখ ডোজ কোভ্যাক্সের জন্য বরাদ্দ করা হয়েছিল।’

‘মার্চের শেষ সপ্তাহ থেকে এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যেই এই ডোজগুলোর চালান নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছিল কোম্পানি।’

ক্যাটালেন্ট কোম্পানির ইউরোপ শাখার রিজিওনাল প্রেসিডেন্ট মারিও গার্জিউলোও বলেছেন, ইউরোপে এবং কোভ্যাক্স প্রকল্পে পাঠানোর জন্য তাদের অনুমোদন সাপেক্ষেই টিকার ডোজগুলো তাদের কারখানায় রেখেছিল অ্যাস্ট্রাজেনেকা। এর আগেও একাধিকবার অ্যাস্ট্রাজেনেকা কোম্পানি তাদের টিকার চালান অস্থায়ীভাবে ক্যাটালেন্টের কারখানায় রেখেছে বলে জানিয়েছেন তিনি।

এদিকে অ্যাস্ট্রাজেনেকার বিবৃতির পর, ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি দেশটির পার্লামেন্টে বলেন, গত শনিবার ইউরোপীয় ইউনিয়ন(ইইউ) প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন তাকে ফোন করে জানিয়েছিলেন, সম্প্রতি ইইউতে টিকার যে চালান পাঠিয়েছে অ্যাস্ট্রাজেনেকা, তাতে বেশ কিছু পরিমান ডোজ কম রয়েছে বলে অভিযোগ উঠেছে।

বিষয়টি অনুসন্ধানের জন্য ইতালির প্রধানমন্ত্রীকে আহ্বান জানান তিনি। তারপর থেকেই অনুসন্ধান শুরু করে দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

ইউরোপের ২৭ দেশকে চলতি বছর ৩০ কোটি ডোজ টিকা সরবরাহ করতে চুক্তি হয়েছে ইইউ এবং অ্যাস্ট্রাজেনেকার মধ্যে। তার মধ্যে ১০ কোটি ডোজ টিকা পাঠানোর কথা রয়েছে আগামী জুন শেষ হওয়ার আগেই।

তবে টিকা উদ্ধারের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যোগাযোগ করা হলে সেখানকার কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি।

সূত্র: রয়টার্স

সর্বশেষ সংবাদ

সৌদি আরবে প্রায় ২০ হাজার প্রবাসী গ্রেপ্তার

সৌদি আরবে গত এক সপ্তাহে অভিযান চালিয়েছে প্রায় ২০ হাজার প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। আবাসন, শ্রম ও...

এই বিভাগের অন্যান্য সংবাদ