ঢাকা-৭ আসনের সাংসদ হাজি মো. সেলিম করোনায় আক্রান্ত হয়েছেন। তার একান্ত সহকারী মহীউদ্দিন মাহমুদ বেলাল বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (২৩ মার্চ) সন্ধ্যায় তিনি জানান, হাজি মো. সেলিম ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন। আশু রোগমুক্তির কামনায় তিনি দেশবাসীসহ সকলের দোয়া চেয়েছেন।
গত ৯ মার্চ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা- ৭ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য হাজি সেলিমের ১০ বছরের সাজা বহাল ও ১০ লাখ টাকা জরিমানা করেন আদালত। এছাড়া সম্পদের তথ্য গোপনের অভিযোগে তিন বছরের সাজা থেকে খালাস দেয়া হয় তাকে।
হাজি সেলিমের ১০ বছরের সাজা বহাল থাকায় তিনি সাংবিধানিকভাবে সংসদ সদস্য পদে থাকার যোগ্যতা হারিয়েছেন বলে মন্তব্য করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান আইনজীবী খুরশিদ আলম খান। তবে হাজি সেলিমের আইনজীবী সাঈদ আহমেদ রাজা জানান, তারা হাই কোর্টের রায়ের বিরুদ্ধে আপিল দায়ের করবেন। আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কাউকে চূড়ান্তভাবে দোষীসাব্যস্ত করা যায় না। সুতরাং সংসদ সদস্যপদে বহাল থাকতে তার কোনো বাধা নেই।
হাজি সেলিমের রাজনৈতিক যাত্রা শুরু নব্বইয়ের দশকের শেষের দিকে। এর মধ্যে ঘটেছে দল বদলের ঘটনা। এই সময়ে বেড়েছে রাজনৈতিক পদ এবং প্রতিপত্তি দুটোই। দুর্নীতি মামলার এ রায় হাজি সেলিমের কী হবে সেটিই এখন দেখার বিষয়।