spot_img

সিনোভ্যাকের ভ্যাকসিন শিশুদের ক্ষেত্রে কার্যকর

অবশ্যই পরুন

সিনোভ্যাক বলেছে, তাদের কোভিড-১৯ ভ্যাকসিন করোনাভ্যাক ৩ থেকে ১৭ বছর বয়সীদের ক্ষেত্রে কার্যকর ও নিরাপদ।

সিনোভ্যাকের মেডিক্যাল ডিরেক্টর গেং জেং সোমবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, ৫৫০ জনেরও বেশি মানুষের উপর এ ক্লিনিক্যাল ট্রায়াল পরিচালনা করা হয়।

চীনে ইতোমধ্যেই প্রাপ্তবয়স্কদের জন্য এই ভ্যাকসিন ব্যবহারের অনুমতি দেয়া হয়েছে। তবে শিশুদের ক্ষেত্রে এটি কীভাবে কাজ করে তা জানতে আরো পরীক্ষা প্রয়োজন।

চীনসহ বিশ্বব্যাপী ৭০ মিলিয়নেরও বেশি সিনোভ্যাক টিকা প্রয়োগ করা হয়েছে।

গেং বলেন, ট্রায়ালে এই ভ্যাকসিন প্রয়োগের ফলে ৩ ও ৬ বছরের দুই শিশুর খুব জ্বর আসে। বাকিদের হালকা উপসর্গ দেখা দেয়।

রাষ্ট্র মালিকানাধীন সিনোফার্মের দুটি কোভিড-১৯ ভ্যাকসিন শিশুদের ক্ষেত্রে কতটা কার্যকর তা জানতে পরীক্ষা চলছে।

সর্বশেষ সংবাদ

সশস্ত্রবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়লো আরও ৬০ দিন

বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও এর ওপরের সমপদমর্যাদার কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ আরো দুই মাস (৬০...

এই বিভাগের অন্যান্য সংবাদ