spot_img

চীনের করোনা টিকা বিক্রি হবে পাকিস্তানে

অবশ্যই পরুন

দেশের অভ্যন্তরে বাণিজ্যিকভাবে বিক্রির জন্য চীনের ওষুধ প্রস্তুতকারী কোম্পানি ক্যানসিনো বায়োলজিকসের করোনা টিকা ‘কনভিডেসিয়া’ আমদানির অনুমতি দিয়েছে পাকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়। ক্যানসিনো বায়োলজিকসের পাকিস্তানের অংশীদার কোম্পানি এজে ফার্মার কর্মকর্তা হাসান আব্বাস সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন।

এই অনুমতি দেওয়ার মাধ্যমে বিশ্বের হাতে গোনা যে কয়টি দেশ অভ্যন্তরীণ বাজারে বাণিজ্যিকভাবে করোনা টিকা বিক্রির অনুমোদন দিয়েছে, সেই তালিকায় নাম উঠলো পাকিস্তানের। দেশটিতে ইতোমধ্যে রাশিয়ার উদ্ভাবিত করোনা টিকা স্পুটনিকের একটি চালান পৌঁছেছে।

হাসান আব্বাস বলেন, ‘আশা করছি আগামী ২৫ মার্চের মধ্যে এই টিকার দশ হাজার ডোজের প্রথম চালান আসবে। এপ্রিলে এক লাখ এবং মে মাসে দুই লাখ ডোজ টিকার চালান আসার কথা রয়েছে। টিকার ডোজের দাম কত হবে, তা নিয়ে এখন সরকারের সঙ্গে আলোচনা চলছে।’

পাকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে রাশিয়ার দুই ডোজের মূল্য ৮ হাজার ৪৪৯ পাকিস্তানি রুপি (৫৪ দশমিক ৩০ ডলার) এবং চীনের করোনা টিকার দুই ডোজ ৪ হাজার ২২৫ পাকিস্তানি রুপি (২৭ দশমিক ১৫ ডলার) নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি মানুষ যেন সঠিক দামে টিকা কিনতে পারে এবং কোনো বিশৃঙ্খলা যেন না ঘটে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও দেওয়া হয়েছে।

এ বিষয়ে পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী ফয়সাল সুলতানের সঙ্গে রয়টার্সের তরফে যোগাযোগ করা হলে তিনি অবশ্য মন্তব্য করতে রাজি হননি।

দক্ষিণ এশিয়ায় করোনায় আক্রান্তের দিক থেকে বেশ পর্যুদস্ত অবস্থায় রয়েছে পাকিস্তান। ২২ কোটি মানুষের এই দেশটিতে সম্প্রতি আবারও মহামারি করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ দেখা দিয়েছে।

মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৬ লাখ ৩০ হাজার ৪৭১ জন। এ রোগে মৃত্যু ১৩ হাজার ৮৬৩।হালনাগাদ হিসাব অনুযায়ী করোনায় আক্রান্ত ও মৃত্যুর তালিকায় বিশ্বের পাকিস্তানের অবস্থান ৩১তম।

সূত্র: রয়টার্স

সর্বশেষ সংবাদ

১, ২ ও ৫ টাকার কয়েন নিয়ে নতুন নির্দেশনা

জনসাধারণের দৈনন্দিন স্বাভাবিক লেনদেনের স্বার্থে দেশে কার্যরত তফসিলি ব্যাংকের প্রতিটি শাখায় ১, ২ ও ৫ টাকা মূল্যমানের ন্যূনতম নির্দিষ্ট...

এই বিভাগের অন্যান্য সংবাদ