হ্যামস্ট্রিং ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারেননি অভিজ্ঞ রস টেইলর। তবে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড আশা করেছিল সোমবার দ্বিতীয় ম্যাচে তাকে পাওয়া যাবে। কিন্তু একদিন আগেই সংস্থাটি জানিয়েছে, এখনও ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় টেইলর খেলতে পারবেন না দ্বিতীয় ওয়ানডে ম্যাচেও।
রস টেইলরের বদলি হিসেবে আগেই কিউই স্কোয়াডে ডাক পান মার্ক চ্যাপম্যান। কিন্তু এ তারকা আগের ম্যাচে ছিলেন না একাদশে। সোমবারও তার সুযোগ হবে কি না নিশ্চিত নয়।
সিরিজের প্রথম ম্যাচে টেইলর না থাকলেও তেমন সুবিধা নিতে পারেনি বাংলাদেশ। ঐ ম্যাচে আগে ব্যাট করে সফরকারীরা ৪১.৫ ওভারে মাত্র ১৩১ রানে গুটিয়ে যায়। রান তাড়া করতে নেমে ২১.২ ওভারেই ২ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে নিউজিল্যান্ড।