spot_img

শ্রীলঙ্কা সিরিজের আগে করোনায় আক্রান্ত সাদমান

অবশ্যই পরুন

দেশজুড়ে আবার নতুন করে বেড়ে গেছে করোনা ভাইরাসের প্রকোপ। মৃত্যুর সঙ্গে আক্রান্তের সংখ্যাও দিনকে দিন বাড়ছে। সামনে শ্রীলঙ্কা সিরিজ। ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ১২ এপ্রিল দেশ ছাড়ার কথা আছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। এর আগে আজ সোমবার থেকে শুরু হয়েছে জাতীয় ক্রিকেট লিগের ২২তম আসর। এনসিএলের দল ঢাকা মেট্রোর হয়ে খেলবেন ওপেনার সাদমান ইসলাম। তবে প্রথম রাউন্ডে মাঠে নামতে পারেননি তিনি। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সাদমান।

দীর্ঘদিন পর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে নেমে বেহাল দশা বাংলাদেশ দলের। ক্যারিবীয়দের কাছে হারতে হয়েছে দুই ম্যাচেই। আসন্ন শ্রীলঙ্কা সফর সামনে রেখে এনসিলের দুই রাউন্ডের খেলা রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টেস্ট দলের যারা নিউজিল্যান্ড সফরে না গিয়ে বাংলাদেশে অবস্থান করছেন, তাদের জন্য এনসিএলই প্রস্তুতির সেরা মঞ্চ।

তবে আজ ২২ মার্চ থেকে এনসিএলের প্রথম রাউন্ডের খেলা মাঠে গড়ালেও খেলা হচ্ছে না সাদমানের। বিসিবি সূত্র থেকে তার করোনা আক্রান্তের বিষয়টি জানানো হয়েছে। এনসিলের জন্য জৈব সুরক্ষা বলয়ে ঢুকতে গত ১৯ মার্চ করোনা টেস্টের নমুনা দিয়েছিলেন ঢাকা মেট্রোর ওপেনার। সে পরীক্ষায় ফল পজিটিভ এসেছে তার। গতকাল রোববার অবশ্য আবার নমুন দিয়েছেন তিনি। সেটি হাতে না পাওয়ায় আজ বরিশাল বিভাগের বিপক্ষে খেলতে নামার সুযোগ পাননি।

এনসিএলের দ্বিতীয় রাউন্ড মাঠে গড়াবে আগামী ২৯ মার্চ থেকে। তার আগে নেগেটিভ সনদ না পেলে সে রাউন্ডেও খেলতে পারবেন না তিনি। শেষ পর্যন্ত এমনটি হলে শ্রীলঙ্কা সিরিজের আগে প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবেন না টেস্ট ক্রিকেটারের তকমা পাওয়া সাদমান।

এদিকে এনসিএল শুরুর আগে ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ সহ ২০৭ জনের করোনা টিকা নেওয়ার ব্যবস্থা করে দিয়েছে বিসিবি। তবে অনেকেই করোনার টিকা নিলেও সাদমান নেননি।

সর্বশেষ সংবাদ

অস্ট্রেলিয়ায় শিশুদের জন্য নিষিদ্ধ হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম

অস্ট্রেলিয়ার সরকার পরিকল্পনা করেছে, ১৬ বছর বয়স পর্যন্ত শিশুদের এক্স, টিকটক, ফেসবুক ও ইন্সটাগ্রাম-সহ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে...

এই বিভাগের অন্যান্য সংবাদ