spot_img

বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়াতে আগ্রহী জর্দান

অবশ্যই পরুন

জর্দানের উপ-প্রধানমন্ত্রী আয়মান সাফাদি বলেছেন, তার দেশ আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের সাথে সহযোগিতা বাড়াতে আগ্রহী। একই সঙ্গে জর্দানের পররাষ্ট্র ও প্রবাসী মন্ত্রী সাফাদি এক ভিডিও বার্তায় বলেন, ‘আমরা শরণার্থী সংকট, এবং সন্ত্রাসবাদ ও গোঁড়া মতাদর্শের বিরুদ্ধে লড়াইসহ আঞ্চলিক চ্যালেঞ্জসমূহ কাটিয়ে উঠতে সহযোগিতা বৃদ্ধি ও প্রচেষ্টা গ্রহণের প্রত্যাশা করছি।’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দশ দিনব্যপী বিশেষ কর্মসূচির পঞ্চম দিনের অনুষ্ঠানে জর্ডানের রাজার পক্ষে জর্ডানের উপ-প্রধানমন্ত্রীর রেকর্ডকৃত ভিডিও বার্তাটি সম্প্রচার করা হয়।

সাফাদি বলেন, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব বর্ষ উপলক্ষে জর্দানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ বিন আল-হুসেইনের আন্তরিক অভিনন্দন জানাতে পেরে তিনি সম্মানিত হয়েছেন। তিনি বলেন, ‘অগ্রগতি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য আমি বাংলাদেশের অব্যাহত মঙ্গল কামনা করছি।’

দুই মুসলিম দেশের মধ্যে বিদ্যমান চমৎকার সম্পর্কের উল্লেখ করে জর্দানের উপ-প্রধানমন্ত্রী বলেন, এটি এমন একটি সম্পর্ক যা ওআইসিসহ দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় ফোরামে বৃদ্ধি অব্যাহত রেখেছে, যেখানে উভয় দেশ বিশ্বের জন্য সহযোগিতা, সুরক্ষা এবং স্থিতিশীলতার লক্ষ্যে কাজ করে। তিনি বলেন, ‘আমরা দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি পারস্পরিক কল্যাণকর সহযোগিতা এগিয়ে নেওয়ার প্রত্যাশায় রয়েছি।’

সাফাদি গত পাঁচ দশকে বাংলাদেশের অভূতপূর্ব অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন। তিনি যোগ করেন, ‘আমরা নিশ্চিত যে ভবিষ্যতে স্থিতিশীলতা সংহতকরণ, আরো উন্নয়ন অর্জন এবং এর জনগণের বিশাল সম্ভাবনা কাজে লাগাতে বাংলাদেশ আরো অগ্রগতি অর্জন করবে।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং বিশিষ্ট ইতিহাসবিদ অধ্যাপক . সৈয়দ আনোয়ার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।- বাসস

সর্বশেষ সংবাদ

নেতানিয়াহু-গ্যালান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাকে ফিলিস্তিনিদের স্বাগত

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনিরা। এবার তা দ্রুত...

এই বিভাগের অন্যান্য সংবাদ