spot_img

বাংলাদেশের সুবর্ণজয়ন্তীতে আন্দ্রে রাসেলের শুভেচ্ছা

অবশ্যই পরুন

বাংলাদেশের গৌরবোজ্জ্বল স্বাধীনতার পঞ্চাশ বছর উদযাপন উপলক্ষে শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছেন পৃথিবীর বিভিন্ন দেশের নাগরিকরা। কোকা-কোলার আমন্ত্রণে এবার সে তালিকায় যোগ দিলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল।

আন্তর্জাতিক ক্রিকেটে বিধ্বংসী ব্যাটসম্যানদের একজন আন্দ্রে রাসেল এক ভিডিওবার্তায় জানান, ক্রিকেটের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা তাকে মুগ্ধ করে। তিনি নিজেও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের অংশ হতে চান।

কোকাকোলার ফেসবুক পেজে পোস্ট করা ভিডিওতে আন্দ্রে রাসেল বলেন, ‘বিভিন্ন কারণে বাংলাদেশে আমি অনেকবার গিয়েছি। আমি সেখানের খাবার, মানুষের উদ্দীপনা ও ক্রিকেটের প্রতি তাদের ভালোবাসা পছন্দ করি। বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আমি কোকা-কোলার কাছ থেকে একটি চিঠি পেয়েছি। আমি নিজেও এটির অংশ হতে চাই। তাই স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তির শুভেচ্ছা জানাচ্ছি। ভালো থেকো বাংলাদেশ।’

ভিডিওটির ক্যাপশনে #Happy50Bangladesh #CocaCola হ্যাশট্যাাগ দিয়েছেন এই জ্যামাইকান। একই ভিডিও পোস্ট করা হয়েছে কোকা-কোলা বাংলাদেশের ফেসবুক পেজেও।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে কোকা-কোলা বাংলাদেশের ‘ফ্রম দ্য ওয়ার্ল্ড টু বাংলাদেশ’ ক্যাম্পেইনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশ থেকে শুভাকাঙ্ক্ষীরা বাংলাদেশের জন্য তাদের শুভেচ্ছাবার্তা পাঠাচ্ছেন।

ক্রিকেটার আন্দ্রে রাসেলের জন্ম ১৯৮৮ সালের ২৯ এপ্রিল। ডানহাতি এই অলরাউন্ডার লোয়ার-মিডল অর্ডারে ব্যাট করে বিধ্বংসী সব ইনিংস খেলার জন্য পরিচিত। এছাড়া তিনি ফাস্ট মিডিয়াম বল করে থাকেন। আন্দ্রে রাসেল বেশ ভালো ফিল্ডারও।

এই পাওয়ার হিটার ২০১৫ ও ২০১৯ সালে আইপিএল এর  ‘মোস্ট ভ্যালুএবল প্লেয়ার’ নির্বাচিত হন। ২০১৯ সালে তিনি পান ম্যাক্সিমাম সিক্সেস অ্যাওয়ার্ড।

সর্বশেষ সংবাদ

মুজিববর্ষের নামে ভাস্কর্য-ম্যুরালে হাজার হাজার কোটি টাকা নষ্ট: শফিকুল আলম

মুজিববর্ষের নামে কত টাকা অপচয় করা হয়েছে তা বর্তমান সরকার খতিয়ে দেখছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল...

এই বিভাগের অন্যান্য সংবাদ