spot_img

নাসার প্রধান হিসেবে বিল নেলসনের নাম ঘোষণা বাইডেনের

অবশ্যই পরুন

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার নতুন প্রধান হিসেবে নিয়োগ পেলেন ডেমোক্র্যাট দলের সাবেক সিনেটর বিল নেলসন। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাকে এই পদের দায়িত্ব দেয়ার ঘোষণা দিয়েছেন।

মনোনয়ন নিশ্চিত হলে নেলসন সাবেক প্রশাসক জিম ব্রিডেনস্টিনের স্থলাভিষিক্ত হবেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে নিয়োগ দিয়েছিলেন। গত ২০ জানুয়ারি পদত্যাগের ঘোষণা দেন জিম। তার মনোনয়ন নিয়ে প্রথমে সন্দেহ দেখা দিয়েছিল। কারণ জিমের রাজনৈতিক অবস্থান নিয়ে বিতর্ক ছিল। এছাড়া জলবায়ু পরিবর্তন নিয়ে বৈজ্ঞানিকে চিন্তাধারার বিরোধী ছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত নাসার সফল প্রশাসক হিসেবে তিনি নিজেকে প্রমাণে সক্ষম হন।

এমন এক সময় বিল নেলসন নিয়োগ পেতে যাচ্ছেন, যখন আর্টেমিস কর্মসূচির অধীন চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে নাসা। তাছাড়া সংস্থাটির মাধ্যমে জলবায়ু পরিবর্তনের গবেষণাকেই সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আভাস দিয়েছেন বাইডেন।

সূত্র: পলিটিকো।

সর্বশেষ সংবাদ

কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না নয়: আইজিপি

পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে দায়ের করা মামলাসমূহ যথাযথভাবে তদন্ত করতে হবে। কোনো...

এই বিভাগের অন্যান্য সংবাদ