দর পতনের বৃত্ত থেকে বের হতে পারছে না দেশের পুঁজিবাজার। নিয়মিতই কমছে সূচক ও লেনদেন।
রোববার ( ২১ মার্চ ) সপ্তাহের প্রথম কার্যদিবস পুঁজিবাজারে ব্যাপক পতন হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৪৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর পতন হয়েছে ২৩৯ টির। মাত্র ৩১ টির দর বেড়েছে। তবে দর অপরিবর্তিত রয়েছে ৭৮ টির।
বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, আলোচ্য সময়ে সূচকেও ব্যাপক পতন হয়েছে। ডিএসই’র প্রধান মূল্য সূচক আগের দিনের চেয়ে কমেছে ৮৪ পয়েন্ট। এখন এই সূচকের অবস্থান ৫ হাজার ৩৪৯ পয়েন্টে। শরিয়াহ সূচক ২১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২২৬ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৩৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৩৪ পয়েন্টে।
ডিএসইতে ৬১৫ কোটি ৯৭ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৬৮ কোটি ৩৯ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৬৮৪ কোটি ৩৬ লাখ টাকার। অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৭৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৪৭৫ পয়েন্টে। সিএসইতে ২৩১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে।
এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৬টির দর বেড়েছে, কমেছে ১৬৭টির আর ৪৮টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ২৫ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।