spot_img

নিউইয়র্ক পুলিশের সার্জেন্ট পদে বাংলাদেশি ড. রাজুব ভৌমিক

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রে নিউইয়র্ক পুলিশ বাহিনীতে সার্জেন্ট পদে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশি-আমেরিকান কবি ও লেখক ড. রাজুব ভৌমিক।

বৃহস্পতিবার (১৮ মার্চ) সকালে ড. রাজুব ভৌমিক সার্জেন্ট পদে শপথ গ্রহণ করেন। কুইন্সের পুলিশ একাডেমিতে পুলিশ কমিশনার ডেরমট শে এর উপস্থিতিতে তার এই পদোন্নতি দেওয়া হয়।

অনুষ্ঠানে বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের (বাপা) নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সার্জেন্ট পদে শপথ গ্রহণের পর রাজুব ভৌমিক বলেন, একজন বাংলাদেশি হিসেবে এই পদে শপথ নিতে পেরে তিনি গর্বিত। এর আগে রাজুব ভৌমিক পুলিশ অফিসার হিসেবে নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি) তে কাউন্টার টেরোরিজম অফিসার হিসেবে আট বছর কর্মরত ছিলেন।

কবি ও লেখক, অধ্যাপক ড. রাজুব ভৌমিকের জন্ম বাংলাদেশের নোয়াখালী জেলায়। বর্তমানে তিনি নিউইয়র্কে বসবাস করছেন। ড. রাজুব ভৌমিকের বিভিন্ন ভাষায় প্রকাশিত গ্রন্থের সংখ্যা পঁচিশটিরও বেশী। সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কে তার প্রকাশিত তিনটি পাঠ্যপুস্তক নিয়মিত পড়ানো হয়।

পদোন্নতি পাওয়া রাজুব ভৌমিক প্রথম আলো উত্তর আমেরিকার সঙ্গে জড়িত। তিনি প্রতিবেদন তৈরি ছাড়াও ‘উত্তরের পথে’ শীর্ষক মাসিক আয়োজনের সম্পাদনাও করেন। রাজুবের পদোন্নতি উপলক্ষে জ্যাকসন হাইটসে প্রথম আলো উত্তর আমেরিকা সংলগ্ন একটি রেস্তোরাঁয় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বর্তমানে নিউইয়র্ক পুলিশে দুই শতাধিক বাংলাদেশি-আমেরিকান নিয়মিত অফিসার ও সহস্রাধিক বাংলাদেশি ট্রাফিক এজেন্ট রয়েছেন। ট্রাফিক বিভাগের নির্বাহী কর্মকর্তা ম্যানেজার পদেও দায়িত্ব পালন করছেন বেশ কয়েকজন বাংলাদেশি-আমেরিকান।

সর্বশেষ সংবাদ

ট্রাম্পকে অভিনন্দন জানালেন পুতিন

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় অবশেষে ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। ট্রাম্পকে অভিনন্দন জানানোর পরিকল্পনা নেই...

এই বিভাগের অন্যান্য সংবাদ