spot_img

কীভাবে জিমেইলে সিগনেচার চালু করবেন

অবশ্যই পরুন

ইমেইল সিগনেচারের মাধ্যমে জিমেইলে নিজের নাম ও পরিচয় প্রকাশ করা যায়। সফল মানুষেরা জিমেইলে সিগনেচার ব্যবহার করেন। নিজের নাম, ছবি, টেক্সট এবং যে কোম্পানিতে কর্মরত রয়েছেন সে কোম্পানির নাম ও পদবী লিখে রাখার ফলে সহজেই পেশাদারী মানুষের কাছে নিজের ব্র্যান্ডিং করা সম্ভব। আজ আপনাদের জানাবো জিমেইলে কীভাবে সিগনেচার যোগ করবেন সে সম্পর্কে-

জিমেইল অ্যাকাউন্ট সাইন-ইন করুন

ডেস্কটপ ব্রাউজারে জিমেইল অ্যাকাউন্ট সাইন-ইন করার পর ডান পাশের সেটিংস আইকনে ক্লিক করুন। এরপর সেখানে অনেকগুলো অপশনের মধ্যে সেটিংস সিলেক্ট করুন।

জিমেইল সিগনেচার লিখুন

আপনার সামনে অনেকগুলো অপশন আসবে। জেনারেল অপশনে স্ক্রল করে সিগনেচার অপশনে গিয়ে আপনার নাম, কর্মরত কোম্পানির নাম ও পদবী উল্লেখ করুন। নাম, পদবী ও কোম্পানির নাম ছোট-বড় করার ব্যবস্থা রয়েছে।

ওয়েবসাইট বা ইমেইলের লিংক যোগ করুন

জিমেইলের সিগনেচারে ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া বা ইমেইলের লিংক যোগ করার ব্যবস্থা রয়েছে। খুব প্রয়োজন না হলে সোশ্যাল মিডিয়ার লিংক ব্যবহার না করা উত্তম। পেশাদারী ক্ষেত্রে ব্র্যান্ডিংয়ের জন্য সোশ্যাল মিডিয়াকে খুব বেশি গুরুত্ব দেয়া হয় না। তবে অতিরিক্ত ইমেইল থাকলে বা ওয়েবসাইট থাকলে সেটি যোগ করা ভালো।

নিজের সিগনেচার রাখুন

সিগনেচার অপশনে নিজের নাম লেখার পর পাশের স্থানে নাম, কোম্পানি ও পদবী উল্লেখ করুন। প্রয়োজন অনুযায়ী লেখা ছোট-বড় এবং বোল্ড, ইটালিক ও আন্ডারলাইন্ড করুন। এছাড়া যোগ করুন অতিরিক্ত ইমেইলও। সবার শেষে সেভ চেঞ্জেস ক্লিক করে সিগনেচারটি চালু করে নিন।

সূত্র: ম্যাশেবল।

সর্বশেষ সংবাদ

কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না নয়: আইজিপি

পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে দায়ের করা মামলাসমূহ যথাযথভাবে তদন্ত করতে হবে। কোনো...

এই বিভাগের অন্যান্য সংবাদ