spot_img

‘গরীবের ধোনি’ হলো মিসবাহ

অবশ্যই পরুন

সব পরিস্থিতিতে ধীরস্থির মানসিকতার জন্য মহেন্দ্র সিং ধোনির নামডাক আছে বেশ। সাবেক ভারতীয় অধিনায়কের সঙ্গে নিজ দেশের সাবেক অধিনায়ক মিসবাহ উল হকের মিল খুঁজে পেলেন রমিজ রাজা। তবে তিনি জানালেন, ধোনির মতো আধুনিক নন মিসবাহ।

সম্প্রতি এক ক্রিকেট ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে রমিজ বলেন, ‘মিসবাহর ট্রেনিং, বড় হয়ে ওঠা সম্পূর্ণ আলাদা। ও হল, গরীবের মহেন্দ্র সিং ধোনি। সাবেক ভারতীয় অধিনায়ক খুব ঠাণ্ডা থাকত সবসময়। কোনো কিছুতে প্রতিক্রিয়া দেখাত না, আবেগ দেখাত না। মিসবাহও তাই করে। কিন্তু ওর আরও বেশি আধুনিক হওয়া দরকার।’

অধিনায়ক জীবন শেষ দু’জনেরই। ধোনি এখনো খেলা চালিয়ে যাচ্ছেন। তবে মিসবাহ আছেন আরও বড় পদে। এখন তিনি পাকিস্তান ক্রিকেট দলের কোচ। তবে দল হেরে গেলে যেভাবে দারুণ রক্ষণাত্মক হয়ে দলকে বাঁচাতে যান, এ বিষয়টা একদমই পছন্দ নয় রমিজের।

সাবেক পাকিস্তান ব্যাটসম্যান বললেন, ‘এখন সম্ভবত নতুন ভাবে দলকে পরিচালনা করার সময় হয়েছে তার। ওকে ভেবে বের করতে হবে, ঠিক কী করলে পাকিস্তান ক্রিকেট সঠিক রাস্তায় চলবে। একটা জিনিস বুঝতে হবে। আগ্রাসনটা আমাদের সহজাত। কিন্তু সময় সময় দেখি, সে প্রচণ্ড রক্ষণাত্মক হয়ে দলকে বাঁচাতে যায়। কিন্তু আমাদের দলে যদি ভাল প্রতিভা থাকে, তাহলে তো হার নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই।’

রমিজের অভিমত, স্থায়ী কোচের কোনো প্রয়োজন নেই পাকিস্তান দলে। দিলেন সিরিজ ধরে ধরে কোচ নির্বাচনের অদ্ভুত এক ধারণাও! বললেন, ‘অতীতে আমাদের বিদেশি কোচ প্রয়োজন ছিল। কারণ আমরা কোচিংয়ে নতুন ছিলাম। কিন্তু এখন আমার মনে হয় না, স্থায়ী কোনো কোচ প্রয়োজন আছে আমাদের। অন্তত সব সফরে তো একেবারেই নেই। বরং আমি বলব, বিশেষজ্ঞ কোচ নিয়োগ করা হোক। সিরিজ অনুযায়ী সেটা করা হোক। সেই নির্দিষ্ট সিরিজে সেই কোচের অভিজ্ঞতাকে ব্যবহার করা হোক।’

সর্বশেষ সংবাদ

কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না নয়: আইজিপি

পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে দায়ের করা মামলাসমূহ যথাযথভাবে তদন্ত করতে হবে। কোনো...

এই বিভাগের অন্যান্য সংবাদ