করোনার সংক্রমণ আশঙ্কাজনক হারে বৃদ্ধিতে নতুন করে লকডাউনের পথে ইউরোপের আরও কয়েকটি দেশ। শনিবার আংশিক লকডাউন ঘোষণা করা হয়েছে ফ্রান্স, পোল্যান্ড ও ইউক্রেনে।
টিকা কর্মসূচির ধীরগতি আর প্রতিবেশী দেশগুলোয় পরিস্থিতির অবনতির জেরে সতর্কতামূলক ব্যবস্থা নিলো দেশগুলো। জরুরি পণ্য ছাড়া বন্ধ থাকবে বেশিরভাগ দোকানপাট। জনগণকে যতটা সম্ভব বাড়ি থেকে ভার্চুয়াল অফিস করার নির্দেশনা দেয়া হয়েছে।
ফ্রান্সে খোলা থাকবে স্কুল। ঘরের বাইরে যেতে হলে উপযুক্ত কারণ প্রমাণে একটি ফর্মের ব্যবস্থা করা হয়েছে। ইনটেনসিভ কেয়ার ইউনিটের ওপর চাপ কমাতে কড়াকড়ির পদক্ষেপ বলে জানায় প্যারিস প্রশাসন।
এদিকে, ইউক্রেনের রাজধানীতে খাবার ও জরুরি পণ্য ছাড়া সব দোকানপাট বন্ধ থাকবে। গণপরিবহনে আসন সংখ্যার ৫০ শতাংশ মানুষ তোলা যাবে। একই পরিস্থিতি পোল্যান্ডেও।