বিশ্বজুড়ে আরও প্রায় ৮ হাজার মানুষের প্রাণ গেলো করোনাভাইরাসে। ২৪ ঘণ্টায় সংক্রমণ শনাক্ত হয়েছে ৪ লাখ ৯৪ হাজারের কাছাকাছি।
দৈনিক সংক্রমণ ও মৃত্যুতে এখনও শীর্ষে ব্রাজিল। একদিনে ২৩শ’র বেশি মৃত্যু হয়েছে দেশটিতে। ৭৩ হাজারের বেশি মানুষের দেহে শনাক্ত হয়েছে করোনাভাইরাস।
আর দ্বিতীয় সর্বোচ্চ প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে। শনিবার ৭৮০ জনের মৃত্যু হয়েছে দেশটিতে। করোনা পজেটিভ শনাক্ত হয়েছে ৫৩ হাজারের ওপর।
এদিকে, মেক্সিকোয় করোনায় মারা গেছেন আরও ৬১৩ জন। ৪শ’র বেশি মৃত্যু হয়েছে ইতালিতে। আর পরিস্থিতি খারাপের দিকে ভারতেও। ১৯৬ জনের মৃত্যুর পাশাপাশি নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৪৪ হাজারের কাছাকাছি।