টলিউডের জনপ্রিয় অভিনেতা সোহম চক্রবর্তী সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছেন। ১৯ মার্চ (শুক্রবার) রাতে তাকে বাইপাসের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। স্বাস্থ্য পরীক্ষা করে চিকিৎসকরা তার রোগের বিষয়ে জানান।
হাসপাতাল সূত্রে খবর এসেছে, বর্তমানে সোহম শঙ্কামুক্ত। তবে আরও কিছুদিন তাকে চিকিৎসকরা পর্যবেক্ষণে রাখবেন।
পশ্চিমবঙ্গের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়ছেন সোহম। আগামী ১ এপ্রিল চণ্ডীপুরে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হবে। ভোটের প্রচার যখন চূড়ান্ত অবস্থায় রয়েছে, তখন অসুস্থ হয়ে পড়লেন এই টলিউড তারকা।
অসুস্থ হওয়ায় সোহম ভোটের প্রচার করতে পারবেন কিনা সে বিষয়ে উঠছে নানা প্রশ্ন। তবে হাসপাতাল থেকে ছাড়া পেলেই বোঝা যাবে শারীরিকভাবে ভোটের জন্য তিনি কতখানি প্রস্তুত রয়েছেন।
২০১৪ সালেও তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে নেয়ার মাধ্যমে কলকাতার রাজনীতিতে অভিষেক হয় টালিউডের জনপ্রিয় এ নায়কের। বর্তমানে তিনি তৃণমূলের যুব শাখার সহ-সভাপতি। ২০১৬ সালে বড়জোড়ার প্রার্থী হিসেবে প্রথমবারের মতো ভোটযুদ্ধের ময়দানে নামেন তিনি।
প্রথমবার পশ্চিমবঙ্গ রাজ্যে তৃণমূল কংগ্রেস জয় পেলেও ওই কেন্দ্রে সোহম হেরে যান। আর ২০২১ সালের ভোটযুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম তারকা সৈনিক হিসেবে প্রার্থী হয়েছেন তিনি।