spot_img

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে মিয়ানমারের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাস

অবশ্যই পরুন

মিয়ানমারের সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাস হয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে। কংগ্রেসের নিম্নকক্ষে ভোটাভুটি হয় শুক্রবার।

এ সময় আটকদের মুক্তির দাবি জানানো হয়। দমন পীড়নের সমালোচনাও করেন মার্কিন আইনপ্রণেতারা। তারা আহ্বান জানান, সাংবাদিকরা যাতে অবাধে কাজ করার সুযোগ পায়। নির্বাচিত সরকারকে দায়িত্ব পালনের সুযোগ না দিয়ে ক্ষমতা দখলকে চরম নিন্দনীয় বলে দাবি করা হয় প্রস্তাবে। দেশটির জনগণের ভবিষ্যত নিয়ে শঙ্কাও জানানো হয়।

এদিকে মিয়ানমারে সামরিক বাহিনীর নিপীড়ন অব্যাহত থাকায় নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

এদিকে, সেনা শাসনের বিরুদ্ধে এখনও বিক্ষোভে উত্তাল মিয়ানমার। শনিবার সকালে দাওয়েই, ইয়াঙ্গুনসহ বিভিন্ন শহরে ছোট ছোট মিছিল নিয়ে রাজপথে নেমেছে আন্দোলনকারীরা। শুক্রবার রাতেও সেনা সদস্যদের গুলিতে আরও ২ জন নিহত হওয়ার খবর জানিয়েছে গণমাধ্যম। এই নিয়ে চলমান আন্দোলনে দেশটিতে নিহতের সংখ্যা দাঁড়ালো ২৩৭ জন। নিরাপত্তা বাহিনীর নির্মমতার নিত্যনতুন ভিডিও-ছবিতে সয়লাব দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যম।

সর্বশেষ সংবাদ

আইপিএলের নিলামে এক বছরে ‘৪৯ সেঞ্চুরি’ করা ১৩ বছর বয়সী বৈভব

সময়ের সেরা ফ্র্যাঞ্চাইজি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। যেখানে দেখা মেলে, হালের অন্যতম সেরা তারকাদের। অনেকের মতে, আন্তর্জাতিক ক্রিকেটের...

এই বিভাগের অন্যান্য সংবাদ