তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ডানেডিনে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড।
শনিবার (২০ মার্চ) ভোর ৪টায় ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে ম্যাচটি শুরু হয়েছে। বাংলাদেশ দলে ওয়ানডেতে অভিষেক হচ্ছে শেখ মেহেদীর এবং নিউজিল্যান্ডে অভিষেক হচ্ছে তিন ক্রিকেটারের।
তিন ফরম্যাট মিলিয়ে নিউজিল্যান্ডে ২৬ ম্যাচ খেলে জয়ের খাতা শূন্য বাংলাদেশ ক্রিকেট দলের। ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হবার পর, এবারও মহাচাপ নিয়েই কিউইদের ঘরে গেছে ডমিঙ্গো বাহিনী। তবে শ্বাসরুদ্ধ কন্ডিশনেই নতুন ইতিহাস লেখার স্বপ্ন দেখছেন টাইগার কোচ। সেই লক্ষ্য পূরণে প্রত্যয়ী পুরো দল।
টাইগারদের জন্য এ সফরে বড় সুযোগ হলো- নিউজিল্যান্ড দলের তারকা দুই ক্রিকেটার অধিনায়ক কেন উইলিয়ামসন ও অভিজ্ঞ তারকা ব্যাটসম্যান রস টেইলর নেই। এ সুযোগে তামিম ইকবালরা যদি নিজেদের সেরাটা উজাড় করে দিতে পারেন তাহলে হয়তো প্রথম জয়ের স্বাদ পেয়েও যেতে পারে বাংলাদেশ দল।