spot_img

উত্তর কোরিয়ার বিরুদ্ধে আজ রাতেই যুদ্ধ করতে প্রস্তুত আমেরিকা : পেন্টাগন

অবশ্যই পরুন

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন হুমকি দিয়ে বলেছেন, ‘উত্তর কোরিয়ার বিরুদ্ধে আজ রাতেই যুদ্ধ করতে প্রস্তুত রয়েছে আমেরিকা।’ উত্তর কোরিয়ার সমালোচনা করে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী এক সংবাদ সম্মেলনে এ হুমকি দিয়েছেন। দক্ষিণ কোরিয়া ও আমেরিকা সামরিক মহড়া শুরুর পর এ সংবাদ সম্মেলন হয়।

দক্ষিণ কোরিয়ার সাথে এ ধরনের সামরিক মহড়া অব্যাহত থাকবে বলেও তিনি ঘোষণা করেন।

গত মঙ্গলবার উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের প্রভাবশালী বোন মার্কিন প্রশাসনকে হুঁশিয়ার করে বলেছিলেন, ‘তারা নিন্দাযোগ্য কাজ করছেন। যদি আগামী চার বছর তারা শান্তিতে ঘুমাতে যান তাহলে তাদের এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করা উচিত।’

কিম জং উনের বোন ও উপদেষ্টা কিম ইয়ো জং আরো বলেন, ‘যুদ্ধ মহড়া ও শত্রুতার সাথে সংলাপ ও সহযোগিতা পাশাপাশি চলতে পারে না।’

দক্ষিণ কোরিয়ার সাথে আমেরিকার চলমান সামরিক মহড়াকে উত্তর কোরিয়া আগ্রাসনের অনুশীলন বলে উল্লেখ করেছে। করোনাভাইরাসের মহামারীর জন্য গত বছর এ মহড়া অনুষ্ঠিত হতে পারেনি।
সূত্র : পার্সটুডে

সর্বশেষ সংবাদ

কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না নয়: আইজিপি

পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে দায়ের করা মামলাসমূহ যথাযথভাবে তদন্ত করতে হবে। কোনো...

এই বিভাগের অন্যান্য সংবাদ