spot_img

চীনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস উদযাপন

অবশ্যই পরুন

বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে চীনের বেইজিংয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। এ উপলক্ষে বাংলাদেশ দূতাবাস দিনব্যাপী কর্মসূচির আয়োজন করে।

বুধবার (১৭ মার্চ) সকালে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচির প্রথম পর্বের কার্যক্রম শুরু করেন রাষ্ট্রদূত মাহবুবুজ্জামান। এ সময় বঙ্গবন্ধু, তার পরিবারের সদস্য, মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় এবং বাংলাদেশের অগ্রগতি ও সমৃদ্ধির জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

পরে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রদূত। বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বার্তা পাঠ করা হয়। এরপর দূতাবাসের কর্মকর্তারা বঙ্গবন্ধুকে নিয়ে আলোচনা সভায় অংশ নেন।

দ্বিতীয় পর্বে চীনে বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার ড. এম নজরুল ইসলামের সঞ্চালনায় ‘বঙ্গবন্ধু, একটি মহান স্বপ্নদর্শন: স্বাধীনতার স্থপতি ও সমৃদ্ধ বাংলাদেশের’ শীর্ষক একটি ওয়েবিনার অনুষ্ঠিত হয়। ওয়েবিনার আলোচনায় অংশগ্রহণ করেন চীনে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মাহবুবুজ্জামান, বাংলাদেশে নিযুক্ত চীনের সাবেক রাষ্ট্রদূত চাই সি, চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) বাংলা বিভাগের ঢাকা অফিসের প্রধান ইয়ু কুয়াং ইউয়ে আনন্দি, বেইজিংয়ে সিএমজি বাংলা বিভাগের প্রধান ছাও ইয়ান হুয়া সুবর্ণা, বেইজিং ফরেন স্টাডিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চাং ছিয়ং প্রমুখ। এছাড়াও বাংলাদেশি ব্যবসায়ী, পেশাজীবী, বাংলাদেশ কমিউনিটির সদস্য, চীনের সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী ও বিনিয়োগকারীসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা ওয়েবিনারে অংশ নেন।

ওয়েবিনারে বাংলাদেশি রাষ্ট্রদূত মাহবুবুজ্জামান বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর রাজনীতির লক্ষ্য ছিল শোষিত মানুষ, তিনি ছিলেন অনন্য উচ্চতার এক ক্যারিশম্যাটিক নেতা। বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় চীনকে আরও এগিয়ে আসার আহ্বান জানান বাংলাদেশি রাষ্ট্রদূত।

অনুষ্ঠানের তৃতীয় পর্বে সন্ধ্যায় দূতাবাসের নবগঠিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ২৫ জন শিশু তিনটি দলে বিভক্ত হয়ে অংশ নেয়। তাদের সবাইকে পুরস্কার ও ক্রেস্ট দেওয়া হয়।

সমাপনী বক্তব্যে রাষ্ট্রদূত বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস অনুষ্ঠানে যোগদানের জন্য সবাইকে ধন্যবাদ জানান।

সর্বশেষ সংবাদ

মহানবী (সা.) রওজা শরিফ জিয়ারতে সৌদি আরবের নতুন নির্দেশনা

এখন থেকে মহানবী মুহাম্মদ (সা.) এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে বলে জানিয়েছে সৌদি সরকার। দেশটির...

এই বিভাগের অন্যান্য সংবাদ