দক্ষিণ আফ্রিকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।
বুধবার (১৭ মার্চ) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় প্রিটোরিয়াস্থ বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন হাইকমিশনার নুর-ই হেলাল সাইফুর রহমান।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের পর দিবসটি উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শুনানো হয়। হাইকমিশনারের পরিচালনায় উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করে প্রবাসী বাংলাদেশীরা। আলোচকরা বাঙালি জাতির স্বাধিকার আন্দোলনে ও স্বাধীন বাংলাদেশ অর্জনে বঙ্গবন্ধুর অবদানের কথা উল্লেখ করেন। আলোচনা শেষে অতিথিদের নিয়ে কেক কাটেন হাইকমিশনার।
নূর-ই হেলাল সাইফুর রহমান তার বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনাবলী তুলে ধরেন। বিশেষ করে বাংলাদেশের স্বাধীনতার পূর্ববর্তী সময়কার আন্দোলনে তার অতুলনীয় ও দূরদর্শী নেতৃত্বের কথা স্মরণ করেন। পাকিস্তানি শাসকদের সঙ্গে তার আপোষহীন আলোচনা, যুদ্ধকালীন হিমালয়সম চারিত্রিক দৃঢ়তা, স্বাধীনতা পরবর্তী সময়ে স্বদেশ প্রত্যাবর্তন ও দেশ গঠনে তার পরিকল্পনাসহ বিভিন্ন দিক তুলে ধরেন।