spot_img

‌‘এখন আমাকে ট্রফি দাও’

অবশ্যই পরুন

বাফুফে সভাপতি বল নিয়ে খেলোয়াড়দের দেখিয়ে দিয়েছেন, কিভাবে তারা ডি-বক্সে ভুল করে গোল খেয়ে থাকে। দুইজন ডিফেন্ডারকে ডেকে বাফুফে সভাপতি বললেন-‘তুমি এখানে দাঁড়াও, তুমি ওখানে দাঁড়াও। মনে করো ডি-বক্সে আছো। যা করলে বিপদ, সেটা আমি দেখাচ্ছি। তোমরা এগুলো করো না?’

খেলোয়াড়রা ‘হ্যাঁ’ সূচক জবাব দিলে কাজী সালাউদ্দিনের প্রশ্ন, ‘কেন এগুলো করো? এগুলো করবে না। এটা করেই তোমরা গোল খাওয়াও। এসব করা থেকে সাবধান থেকো।’

এসব বলে খেলোয়াড়দের উদ্দেশ্যে কাজী মো. সালাউদ্দিন তার চাওয়াটাও জানিয়ে দেন, ‘আমি ট্রফি চাই। নেপালের বিপক্ষে কিছুদিন আগে জিতেছো। কিরগিজস্তানের জাতীয় দল নয়, অনূর্ধ্ব-২৩ দল। ট্রফি না জেতার তো কোনো কারণ দেখি না।’

‘আমি বাফুফে ভবনে মিডিয়াকে ইন্টারভিউ দিয়েছি। এখানে দিচ্ছি না। তোমরা ইন্টারভিউ দাও, তোমরাই স্টার হও, তোমাদের মানুষে চিনুক তোমরাই টাকা-পয়সা রোজগার করো।’

সবশেষে বাফুফে সভাপতি ফুটবলারদের কাছে জানতে চান, ‘আমি কি ট্রফি আশা করতে পারি?’ তখন ফুটবলাররা সমস্বরে জবাব দেন, ‘আশা করতে পারেন। আমরা চেষ্টা করব।’

সর্বশেষ সংবাদ

লেবাননের যুদ্ধবিরতিতে সমর্থনের সিদ্ধান্ত ইরানের

ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি বাস্তবায়নে লেবাননের যেকোনো সিদ্ধান্তকে সমর্থন জানাবে ইরান। খবর রয়র্টাস। শুক্রবার বৈরুত সফরে গিয়ে এই মন্তব্য করেছেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ