spot_img

বঙ্গবন্ধুর জীবন থেকে শিক্ষা নিতে হবে: রাষ্ট্রপতি

অবশ্যই পরুন

বঙ্গবন্ধুর জীবন, আদর্শ ও কর্ম থেকে শিক্ষা নিয়ে সোনার বাংলা গড়তে হবে বলে জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ।  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর উদযাপন উপলক্ষে জাতীয় প্যারেড গ্রাউন্ডে তিনি এ কথা বলেন।

‘ভেঙেছ দুয়ার, এসেছ জ্যোতির্ময়’ প্রতিপাদ্য নিয়ে বুধবার (১৭ মার্চ) বিকাল সাড়ে ৪টায় রাজধানীর প্যারেড স্কয়ারে ‘মুজিব চিরন্তন’ শীর্ষক ১০ দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়। এর আগে বুধবার (১৭ মার্চ) বিকেল ৪টা ৩০ মিনিটে তিনি সেখানে পৌঁছান।

বঙ্গবন্ধু ইতিহাসের মহানায়ক উল্লেখ করে আবদুল হামিদ বলেন, “স্কুল জীবন থেকে তিনি মানুষকে সহায়তা করেছেন।” জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ১০ দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সম্মানিত অতিথি হিসেবে ছিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সালিহ্।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার হাতে ‘মুজিব চিরন্তন’ স্মারক তুলে দেওয়া হয়। অন্যান্যদের মধ্যে বাংলাদেশের রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানম, মালদ্বীপের প্রেসিডেন্টের স্ত্রী ফাজনা আহমেদ, বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, বঙ্গবন্ধুর ছোট মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানাসহ সরকারের মন্ত্রিপরিষদ সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক, দেশি-বিদেশি আমন্ত্রিত অতিথি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শিশু শিল্পীদের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর শিশু শিল্পীরা সমবেত কণ্ঠে সংগীত পরিবেশন করেন। সংগীত পরিবেশনার পর চীনের রাষ্ট্রপতি শি জিনপিং, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও জাপানের প্রধানমন্ত্রী ইউশিহিদে সুগারের ধারণকৃত ভিডিওবার্তা প্রচার করা হয়।

এরপর অনুষ্ঠানে বক্তব্য রাখেন মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহামেদ সলিহ্। এরপর প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সর্বশেষ অনুষ্ঠানের সভাপতি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সর্বশেষ সংবাদ

অস্ট্রেলিয়ায় শিশুদের জন্য নিষিদ্ধ হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম

অস্ট্রেলিয়ার সরকার পরিকল্পনা করেছে, ১৬ বছর বয়স পর্যন্ত শিশুদের এক্স, টিকটক, ফেসবুক ও ইন্সটাগ্রাম-সহ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে...

এই বিভাগের অন্যান্য সংবাদ