spot_img

বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ পেল তিন হাজার শিক্ষার্থী

অবশ্যই পরুন

নাটোরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গৌরবোজ্জ্বল ও সংগ্রামী জীবনের দিনলিপি জানাতে ১৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমিক স্তরের তিন হাজার শিক্ষার্থীকে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ উপহার দেওয়া হয়েছে। এছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের ডিজিটাল হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হয়েছে।

বুধবার (১৭ মার্চ) দুপুরে নাটোরের নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধুর ১০১তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে শিক্ষার্থীদের হাতে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই তুলে দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মো. আব্দুস শুকুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মো. হুমায়ুন কবীর।

সর্বশেষ সংবাদ

মুজিববর্ষের নামে ভাস্কর্য-ম্যুরালে হাজার হাজার কোটি টাকা নষ্ট: শফিকুল আলম

মুজিববর্ষের নামে কত টাকা অপচয় করা হয়েছে তা বর্তমান সরকার খতিয়ে দেখছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল...

এই বিভাগের অন্যান্য সংবাদ