spot_img

ইরানকে পরমাণু অস্ত্রধর হতে দিব না, প্রয়োজনে যুদ্ধ করব : ইসরাইল

অবশ্যই পরুন

ইরান যাতে পরমাণু অস্ত্রের অধিকারী হতে না পারে সেজন্য যুদ্ধ করতেও প্রস্তুত রয়েছে ইসরাইল। যেকোন উপায়েই হোক মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিধর দেশটিকে পরমাণু অস্ত্রধারী হতে দিবে না দখলদার ইসরাইলিরা।

ইরানের পরমাণু চুক্তি সম্পর্কে বলতে গিয়ে এমন ভাবেই হুমকি দিয়েছেন ইসরাইলের যুদ্ধমন্ত্রী বেনি গান্তজ। তিনি বলেছেন, ইরানকে পরমাণু অস্ত্রধর হতে দেওয়া যাবে না। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের কোনো দেশ এ বিষয়ে কোনো সমঝোতায়ও যেতে পারবে না। আঞ্চলিক দেশগুলোরও এ ধরণের কোনো সমঝোতা করার অধিকার নেই।

পরমাণু অস্ত্রের মজুদকারী ইসরাইলের এই মন্ত্রী দাবি করছেন, ইরান হচ্ছে গোটা বিশ্বের স্থিতিশীলতার জন্য হুমকি। পাশাপাশি তিনি স্বীকার করেছেন, ইসরাইলের জন্য সবথেকে চ্যালেঞ্জ হচ্ছে ইরান।

ইসরাইলি মন্ত্রী বেনি গান্তজ আরো বলেন, আমাদেরকে সব সময় প্রস্তুত থাকতে হবে। ইরান যাতে পরমাণু অস্ত্রধর হতে না পারে সেজন্য যুদ্ধের পথ খোলা রেখেছি আমরা।

তবে ইরান ইসরাইলের এ ধরণের বক্তব্য কথার ফুলঝুরিই মনে করেন। সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি হুশিয়ারী উচ্চারণ করে বলেছিলেন, ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে চাইলে বিশ্বের কেউ ঠেকাতে পারত না। কিন্তু ইসলাম ধর্মে এ ধরনের ধ্বংসাত্মক অস্ত্র তৈরির বিষয়ে নিষেধাজ্ঞা থাকায় আমরা তা তৈরি করি নি।

সূত্র : পার্সটুডে

সর্বশেষ সংবাদ

সশস্ত্রবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়লো আরও ৬০ দিন

বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও এর ওপরের সমপদমর্যাদার কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ আরো দুই মাস (৬০...

এই বিভাগের অন্যান্য সংবাদ