spot_img

বাটলার ঝড়ে উড়ে গেল ভারত

অবশ্যই পরুন

রীতিমতো ঝড় তুললেন জস বাটলার। খেললেন আক্রমণাত্মক শট। তাতে ভারতকে উড়িয়ে দিয়ে টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে গেল ইংল্যান্ড। তৃতীয় টি-টোয়েন্টিতে তারা জয় পেয়েছে ১০ বল হাতে রেখে, আট উইকেটের বড় ব্যবধানে।

আগে ব্যাট করে ইংল্যান্ডের সামনে ১৫৭ রানের লক্ষ্য দিয়েছিল ভারত। জবাব দিতে নেমে ১৩ বলে ৯ রান করে সাজঘরে ফেরত যান ওপেনার জেসন রয়। কিন্তু অপরপ্রান্তে চলতে থাকে বাটলার ঝড়। দলকে জিতিয়ে মাঠ ছাড়ার আগে ৫ চার ও ৪ ছক্কায় ৫২ বলে ৮৩ রান করেন তিনি।

এছাড়া বেয়ারস্টোর ব্যাট থেকে ২৮ বলে ৪০ রান আসলে সহজেই জয় পায় ইংল্যান্ড। ভারতের পক্ষে ৪ ওভারে ৪১ রান দিয়ে এক উইকেট পান ইউজবেন্দ্র চাহাল ও ৪ ওভারে ২৬ রান দিয়ে এক উইকেট পান ওয়াশিংটন সুন্দর।

এর আগে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে বিপদে পড়ে ভারত। দ্বিতীয় ম্যাচের মতো এটিতেও ডাক মেরে সাজঘরে ফেরত যান ওপেনার ‍লুকেশ রাহুল। আগের ম্যাচে ৬ বল খেললেও এবার খেলেছেন ৪ বল।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয়ের নায়ক ইশান কিশানও এদিন ব্যর্থ হন। ৯ বলে ৪ রান করে ক্রিস জর্ডানের বলে সাজঘরে ফেরত যান তিনি। এরপরই দলের হাল ধরেন কোহলি ও ঋষভ। দুজন মিলে গড়েন ৪০ রানের জুটি।

৩ চারে ২০ বলে ২৫ রান করে রান আউট হন পান্ত। তবে টানা দ্বিতীয় ফিফটি তুলে নেন অধিনায়ক কোহলি। ৮ চার ও ৪ ছক্কায় ৪৬ বলে ৭৭ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন তিনি। ইংল্যান্ডের পক্ষে ৪ ওভারে ৩১ রান দিয়ে তিন উইকেট নেন মার্ক উড।

সর্বশেষ সংবাদ

বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাতিলে নীতিগত সিদ্ধান্ত

বিতর্কিত 'সাইবার নিরাপত্তা আইন' বাতিল করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান...

এই বিভাগের অন্যান্য সংবাদ