spot_img

এক মাস পর হাসপাতাল ছাড়লেন প্রিন্স ফিলিপ

অবশ্যই পরুন

হাসপাতাল কর্মীদের তত্ত্বাবধানে এক মাস থাকার পর ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী ও ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপ মঙ্গলবার সেন্ট্রাল লন্ডনের এক হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। খবর ব্রিটিশ সম্প্রচারমাধ্যম বিবিসির।

অসুস্থ বোধ করার পর গত ১৬ ফেব্রুয়ারি রাজা সপ্তম এডওয়ার্ড হাসপাতালে ভর্তি করা হয়েছিল ৯৯ বছর বয়সী প্রিন্স ফিলিপকে।

পরে তিনি লন্ডনের আরেকটি হাসপাতালে সেন্ট বার্থোলোমিউতে আগে থেকে থাকা বিদ্যমান হার্টের অবস্থার জন্য সফলভাবে চিকিৎসা নেন। এর আগে কখেনোই টানা ২৮ দিন হাসপাতালে থাকেননি ডিউক অব এডিনবরা।

প্রাথমিকভাবে তাকে কেন হাসপাতালে ভর্তি করা হয়েছিল তা না জানানো হলেও ব্রিটিশ রাজপ্রাসাদ বাকিংহাম প্যালেস থেকে তখন জানানো হয়েছিল যে, প্রিন্স ফিলিপের অসুস্থতা মহামারি করোনাভাইরাস সম্পর্কিত নয়।

ইংল্যান্ডের সাম্প্রতিকতম লকডাউন উইন্ডসর ক্যাসেলে কাটিয়েছিলেন প্রিন্স ফিলিপ ও ৯৪ বছর বয়সী রানি দ্বিতীয় এলিজাবেথ। এ সময় তাদের সঙ্গে ছিল ছোট একদল গৃহকর্মী। যারা তাদের সংক্ষিপ্ত ‘এইচএমএস বাবল’ নামে পরিচিত।

গত জানুয়ারিতে করোনার টিকা নিয়েছিলেন ৭৩ বছর আগে বিবাহিত জীবন শুরু করা ব্রিটিশ রাজপরিবারের এই দম্পতি। তাদের সেবায় নিয়োজিত চিকিৎসকই তাদের টিকা দিয়েছেন।

সর্বশেষ সংবাদ

কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না নয়: আইজিপি

পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে দায়ের করা মামলাসমূহ যথাযথভাবে তদন্ত করতে হবে। কোনো...

এই বিভাগের অন্যান্য সংবাদ