দক্ষিণ আফ্রিকায় প্রথমবার শনাক্ত হওয়া করোনাভাইরাসের অতিসংক্রামক নতুন একটি ধরনের সংক্রমণ রাশিয়ার দুই ব্যক্তির দেহে শনাক্ত হয়েছে। দেশটির জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ মঙ্গলবার বিবৃতি দিয়ে এ তথ্য দিয়েছে। খবর আল-জাজিরার।
গত বছরের ডিসেম্বরে এই ধরনটি দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হয়েছিল। এখন এই ধরনটি দেশটিতে বেশ আধিপত্য তৈরি করে চলেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দেওয়া তথ্য অনুযায়ী ইতোমধ্যে দক্ষিণ আফ্রিকার ধরন বিশ্বের চল্লিশটির বেশি দেশে শনাক্ত হয়েছে।
দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানীরা অবশ্য বলছেন, আরও গুরুতর রোগের ক্ষেত্রে এই ধরনের সংশ্লিষ্টতা ও এর আরও বাজে প্রতিক্রিয়ার কোনো প্রমাণ এখনো পাননি তারা। তবে বিদ্যমান করোনাভাইরাস ধরনের চেয়ে এই ধরনটি অতিসংক্রামক বলে জানিয়েছেন তারা।
রাশিয়ার জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, করোনাভাইরাসের নতুন ধরনের খোঁজে এখন পর্যন্ত ৮ হাজার ১৫৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। বিভিন্ন ধরনের ব্যক্তিদের মধ্য থেকে নমুনা সংগ্রহ করে তাদের এই কাজ চলমান রয়েছে বলেও সংস্থাটি জানিয়েছে।
রুশ কর্তৃপক্ষ আরও জানিয়েছে, যুক্তরাজ্যে প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাসের আরও একটি ধরনে আক্রান্ত হিসেবে ২৮ জন ব্যক্তি শনাক্ত হয়েছে রাশিয়ায়। গত জানুয়ারিতে যুক্তরাজ্যের ধরনের আক্রান্ত কোনো ব্যক্তিকে প্রথম শনাক্ত করা হয়েছিল।
রাশিয়ার তৈরি টিকা নতুন এসব ধরনের সংক্রমণ ঠেকানোর ক্ষেত্রে কার্যকর কি না তার পরীক্ষা করে দেখতে ফেব্রুয়ারিতে মাসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ১৫ মার্চের মধ্যে এই ফলাফল চান বলে তখন জানিয়েছিলেন তিনি।
উল্লেখ্য, মহামারি করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর রাশিয়ায় চল্লিশ লাখের বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে প্রায় ৯০ হাজার ইতোমধ্যে মারা গেছেন। দেশটি নিজেদের তৈরি টিকা স্পুটনিক-৫ দিয়ে তাদের টিকাদান কর্মসূচি শুরু করেছে।