spot_img

করোনার প্রকোপ বাড়লে স্থগিত হতে পারে বইমেলা

অবশ্যই পরুন

সম্প্রতি দেশে করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ার উদ্বেগ প্রকাশ করে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, করোনা পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন। এরমধ্যে অমর একুশে বইমেলা শুরু হচ্ছে। মেলা চলাকালে করোনা পরিস্থিতি ভয়াবহ অবনতি হলে বইমেলা স্থগিত করা হতে পারে। কারণ আগে তো মানুষের জীবন।

আজ মঙ্গলবার (১৬ মার্চ) বাংলা একাডেমিতে অমর একুশে বইমেলা-২০২১ নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আপনার জানেন দেশে সম্প্রতি করোনা বেড়ে গেছে। আগে যেখানে দৈনিক ১০০ থেকে ২০০ জন করোনা আক্রান্ত হতো, এখন সেটা ২ হাজারের কাছাকাছি গিয়ে দাঁড়িয়েছে।

সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখ সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো সীমিত আকারে আয়োজন হচ্ছে। রমনার বটমূলের অনুষ্ঠানে সীমিত পরিসরে হবে। ফলে, সেইদিন বইমেলায় জনসমাগম বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এই দিনটিতে স্বাস্থ্যবিধি নিয়ে আমাদের বিশেষ পরিকল্পনাও হাতে নিতে হবে। এটা নিয়ে আমাদের প্রস্তুতি রয়েছে।

আগামী ১৮ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি এবারের বইমেলার উদ্বোধনের কথা রয়েছে।

সর্বশেষ সংবাদ

কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না নয়: আইজিপি

পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে দায়ের করা মামলাসমূহ যথাযথভাবে তদন্ত করতে হবে। কোনো...

এই বিভাগের অন্যান্য সংবাদ