জয়হীনভাবেই আসর শেষ করলো বাংলাদেশের লেজেন্ডরা। নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকা লেজেন্ডদের বিপক্ষে হারলো ১০ উইকেটে। প্রথমে ব্যাট করে ১৬০ রান করে বাংলাদেশ লেজেন্ড। জবাবে, ৪ বল বাকি থাকতেই কোন উইকেট না হারিয়ে জয় তুলে নেয় প্রোটিয়ারা।
রায়পুরে টস জিতে বাংলাদেশের হাতে ব্যাট তুলে দেন জন্টি রোডস। শুরুটা ভালোই করে লেজেন্ডরা। তবে জন্টির সরাসরি থ্রো’তে প্রথম উইকেটের পতন হয় বাংলাদেশের। প্যাভিলিয়নে ফেরেন মেহরাব হোসেন অপি। এরপর নাজিমউদ্দিন আর আফতাবের দুর্দান্ত ব্যাটিংয়ে স্কোরবোর্ড সচল থাকে বাংলাদেশের। নাজিম ফিরে গেলে হাল ধরেন হান্নান-আফতাব জুটি। চার ছয়ের ফুলঝুরি ছোটান এ দুজন। কিন্তু, তাদের বিদায়ের পর আর কেউ দাঁড়াতে না পারলে ১৬০ রানে থামে বাংলাদেশ লেজেন্ড। জবাব দিতে নেমে, উড়ন্ত সূচনা পায় প্রোটিয়া লেজেন্ডরা।
রাজ্জাক-রফিক-আফতাব কেউই পারেননি তাদের আটকাতে। দুই ওপেনারের ব্যাটে ভর করেই সহজ জয় তুলে নেয় আফ্রিকা। আর ভালো ব্যাটিং করেও, বোলার এবং ফিল্ডারদের দুর্বলতায় আবারো হারের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হলো বাংলাদেশ লেজেন্ডদের।