বেঁচে গেছি, এটা আমার সৌভাগ্য: মমতা

অবশ্যই পরুন

একদিন আগেই হুইলচেয়ারে চেপে সমাবেশে অংশ নিয়েছিলেন পশ্চিমবঙ্গের আহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কলকাতা থেকে ৩০০ কিলোমিটার দূরে গিয়ে এক সমাবেশে তিনি ঘোষণা দিয়েছেন, ‌‘মানুষের বেদনা আমার ব্যথার চেয়েও বেশি।’

গত সপ্তাহে নন্দীগ্রামে এক সমাবেশে অজ্ঞাত চার-পাঁচজনের ধাক্কায় আহত হওয়ার কথা স্মরণ করে এই মন্তব্য করেন তিনি। মমতা বলেন, অনেকেই ভেবেছিলেন— এই ভাঙা পা নিয়ে আমি বাইরে বের হত পারবো না। একই কথা রোববারও কলকাতার এক সমাবেশে বলেছিলেন পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, একনায়কতন্ত্রের মাধ্যমে গণতন্ত্র পদদলিত হচ্ছে। আর এর ফলে মানুষের যে দুর্ভোগ তৈরি হয়েছে; তা আমার বেদনার চেয়ে বড়। আমি এই হুইলচেয়ারে করেই সারা পশ্চিমবঙ্গ ঘুরে বেড়াবো। আমি যদি বিছানায় বিশ্রামে যাই, তাহলে বাংলার মানুষের কাছে কে যাবেন?

রাজ্যের ক্ষমতাসীন রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের এই নেত্রী বলেন, ‘আমি এক দুর্ঘটনায় আহত হয়েছি। এটা আমার সৌভাগ্য যে, আমি বেঁচে গেছি। আমার এক পায়ে প্ল্যাস্টার করা আছে। আমি হাঁটতে পারি না।’

এর আগে, পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রী বলেছিলেন, নন্দীগ্রামে অজ্ঞাত দুর্বৃত্তরা তার ওপর হামলা চালিয়েছে। কিন্তু সোমবার এই হামলা নিয়ে বিজেপির প্রতি তোপ দেগেছেন মমতা।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে পুরুলিয়ায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা পায় বিজেপি। ওই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ডা. মৃগাঙ্ককে হারিয়ে বিজেপির জ্যোতির্ময় সিং মাহাতো ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পান পুরুলিয়ায়।

সোমবার সেই এলাকায় সমাবেশে উপস্থিত তৃণমূলের নেতাকর্মীদের উদ্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মিথ্যাচারের কারণে বিজেপি এখানে জয়ী হয়েছিল। তারা সবকিছু বিক্রি করছে।’

দেশটিতে জ্বালানির মূল্য বৃদ্ধির জন্য বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে দায়ী করে তৃণমূলের এই নেত্রী বলেন, ‘আমরা উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। অন্যদিকে, বিজেপি জ্বালানি এবং গ্যাসের দাম বৃদ্ধি করছে। দেশে কোনও কেরোসিনও নেই।’

সূত্র: এনডিটিভি।

সর্বশেষ সংবাদ

রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তনেও সঙ্গে থাকার বার্তা জাপানের

রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তন হলেও বাংলাদেশের সঙ্গে জাপান কাজ চালিয়ে যাবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। রোববার (২৪...

এই বিভাগের অন্যান্য সংবাদ