spot_img

সুস্থ হয়েই বিজেপির প্রশ্নের তোপের মুখে মমতা

অবশ্যই পরুন

কলকাতায় হুইলচেয়ারে বসে রবিবার (১৪ মার্চ) ফের নিজের নির্বাচনি প্রচারণা শুরু করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও তার চোটের গুরুত্ব নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি।

এত তাড়াতাড়ি তিনি কিভাবে ‘সুস্থ’ হলেন সেটা জানতে চেয়ে রাজ্য বিজেপি নির্বাচন কমিশনেও গিয়েছে। মমতার চোট নিয়ে তদন্তের দাবি তুলেছে বিজেপি। একই সঙ্গে তারা হাসপাতালে মমতার কী চিকিৎসা হয়েছে, তা প্রকাশ্যে আনার দাবিও তুলেছে।

গত বুধবার (১০ মার্চ) সন্ধ্যায় নন্দীগ্রামের বিরুলিয়া বাজারের কাছে মমতা আহত হওয়ার ঘটনার পর থেকেই তোলপাড় দেশটির রাজ্য ও জাতীয় রাজনীতি।

মমতা অভিযোগ করেছিলেন, তাকে ঠেলে ফেলে দেওয়া হয়েছে। এর পেছনে চক্রান্তের অভিযোগে সরব হয় তৃণমূলও। এরপরই টুইট করে তার আরোগ্য কামনা করে রাজ্যে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয় বর্গীয় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি তোলেন।

ভারতের নির্বাচন কমিশনকে দেওয়া চিঠি প্রসঙ্গে বিজেপি নেতা শিশির বাজোরিয়া বলেছেন, তৃণমূল একভাবে আক্রমণ ও চক্রান্তের অভিযোগ তুলে আসছে। কিন্তু কী এমন চিকিৎসা হল যে ২৪ ঘণ্টার মধ্যে প্লাস্টার খোলা গেল, ৪৮ ঘণ্টার মধ্যে মুখ্যমন্ত্রী বাড়ি ফিরলেন এবং ৭২ ঘণ্টার মধ্যে প্রচারে বেরিয়ে পড়লেন তা রাজ্যবাসীর জানা উচিত। কোনো অত্যাধুনিক চিকিৎসার মাধ্যমে মুখ্যমন্ত্রী এত তাড়াতাড়ি আরোগ্য লাভ করলেন সেটাও জানা দরকার।

বিজেপির দাবি, নন্দীগ্রামের ঘটনা নিয়ে যেভাবে তৃণমূল বিজেপিকে দোষারোপ করছে তা নির্বাচনি আচরণবিধির বিরোধী।

সর্বশেষ সংবাদ

কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না নয়: আইজিপি

পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে দায়ের করা মামলাসমূহ যথাযথভাবে তদন্ত করতে হবে। কোনো...

এই বিভাগের অন্যান্য সংবাদ