spot_img

বিশ্বে সবচেয়ে বেশি অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র, কিনছে বেশি সৌদি আরব

অবশ্যই পরুন

স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (সিপরি)র বরাতে এ তথ্য প্রকাশ করেছে সিবিএস নিউজ ও ডয়েচে ভেলে। অস্ত্র এই তালিকার শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র৷ মধ্যপ্রাচ্যে বিক্রি করা মোট অস্ত্রের ৪৮ শতাংশই যুক্তরাষ্ট্রের৷ এরপর রাশিয়া ১৭ শতাংশ অস্ত্র বিক্রি করে দ্বিতীয় অবস্থানে থাকলেও পরের অবস্থানগুলোতে রয়েছে যথাক্রমে ফ্রান্স (১১%), জার্মানি (৫%), যুক্তরাজ্য (৫%), ইটালি (৩%) এবং চীন (২%)৷ সৌদি আরব মোট অস্ত্রের ৪৮ শতাংশ নিজেই কিনে৷ এরপর যথাক্রমে আছে মিশর, আলজেরিয়া , আরব আমিরাত, ইরাক , কাতার ।

২০১৬ থেকে ২০২০ সালে মধ্যে মধ্যপ্রাচ্যে অস্ত্র কেনার পরিমাণ তার আগের দশ বছরের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেড়েছে। আর সৌদি আরবের অস্ত্র কেনার পরিমাণ ৬১ শতাংশ বেড়েছে। কাতারের অস্ত্র কেনার পরিমাণও বহুগুণ বেড়েছে। সংযুক্ত আরব আমিরাত সম্প্রতি যুক্তরাষ্ট্রে কাছ থেকে ৫০টি এফ ৩৫ জেট কেনার জন্য চুক্তি করেছে। তারা ১৮টি সশস্ত্র ড্রোনও কিনছে।

সিপরি-র এক সিনিয়র গবেষক ডয়েচে ভেলেকে বলেন, করোনা প্রতিটি দেশের অর্থনীতিকে ধাক্কা দিয়েছে। এরপরও করোনার প্রকোপ যখন সব চেয়ে বেশি ছিল, তখনো কিছু দেশ বিপুল পরিমাণ অস্ত্র কেনার জন্য চুক্তি করেছে। যুক্তরাষ্ট্র ২০০১ থেকে ২০১৫ সালের মধ্যে যা অস্ত্র বিক্রি করত, এখন তার তুলনায় ১৫ শতাংশ বেশি করে।

সর্বশেষ সংবাদ

মহানবী (সা.) রওজা শরিফ জিয়ারতে সৌদি আরবের নতুন নির্দেশনা

এখন থেকে মহানবী মুহাম্মদ (সা.) এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে বলে জানিয়েছে সৌদি সরকার। দেশটির...

এই বিভাগের অন্যান্য সংবাদ