spot_img

এখনই অ্যান্ড্রু কুমোর পদত্যাগ চান না বাইডেন

অবশ্যই পরুন

নিউ ইয়র্কের গভর্নর এন্ড্রু কুমোর বিরুদ্ধে একাধিক নারীর যৌন হয়রানির অভিযোগে অবশেষে মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট। রোববার হোয়াইট হাউজের প্রশ্নোত্তর পর্বের এক পর্যায়ে তাকে জিজ্ঞেস করা হয়, তিনি কুমোর পদত্যাগের বিষয়ে অন্যান্য ডেমোক্রেটদের সঙ্গে একমত কিনা। বাইডেন বলেন, এ বিষয়ে এখনও তদন্ত চলছে। এর ফলাফল সামনে আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করা উচিত।

ডেমোক্র্যাট দলের অধিকাংশ আইনপ্রণেতা কুমোর পদত্যাগের আহ্বান জানিয়েছেন। সেখানে এ বিষয়ে বাইডেনের নিরবতা ও তদন্তের জন্য অপেক্ষা করার নীতি নিয়ে নিজ দলের মধ্যেই অসন্তোষ ঘোট পাকাচ্ছে।

শুক্রবার হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেন, যেসব নারীরা বিষয়টি নিয়ে মুখ খুলেছেন, তারা নির্ভয়ে তাদের দাবি জানাতে পারেন। যথাযোগ্য সম্মানের সঙ্গে তাদের কথা শোনা হবে। ঐসময় বাইডেন এ অভিযোগের তদন্তে সমর্থন জানিয়েছিলেন, তবে তিনি কুমোর পদত্যাগের আহ্বানে যুক্ত হবেন কিনা তা জানানো হয়নি।

সর্বশেষ সংবাদ

ট্রাম্পকে অভিনন্দন জানালেন পুতিন

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় অবশেষে ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। ট্রাম্পকে অভিনন্দন জানানোর পরিকল্পনা নেই...

এই বিভাগের অন্যান্য সংবাদ