লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ৫ চোরকে আটক করা হয়েছে। রবিবার (১৪ মার্চ) সন্ধ্যায় উপজেলার বিভিন্ন জায়গায় বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে পুলিশ। এ সময় কালীগঞ্জের কাকিনা ও রংপুর শহর থেকে চুরি যাওয়া ৩টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
আটকরা হলেন- মেহেদী হাসান মোহন (২০) মো. সেলিম আলম ওরফে সুমন (২২), মো. রনি (৩২), শাহিন ইসলাম (২১), মো. মাহফুজার রহমান ওরফে লিটু (২২)। তাদের মধ্যে মেহেদী ও সুমনের বাড়ি পাটগ্রাম উপজেলার জগৎবেড় ইউনিয়নে, লিটুর বাড়ি বুড়িমারী ইউনিয়নের গুড়িয়াটারি এবং রনি, শাহিন ও লিটুর বাড়ি পাটগ্রাম পৌরসভা এলাকায়।
পুলিশ জানায়, পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুুুমন কুমার মহন্তের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আন্তঃজেলা মটরসাইকেল চোর চক্র ও চোরাই মটরসাইকেল ক্রয়-বিক্রয়কারী চক্রের পাঁচজনকে আটক করা হয়। আটকদের দেয়া তথ্যমতে লালমনিরহাটের কাকিনা ও রংপুর থেকে চুরি যাওয়া তিনটি মটরসাইকেল উদ্ধার করে পুুলিশ।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, মোটরসাইকেল চোর চক্রের পাঁঁচ আসামিকে সোমবার (১৫ মার্চ) সকালে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।