পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা লিলকে ছোঁয়ার দারুণ সুযোগ পেয়েছিল পিএসজি। কিন্তু রোববার ঘরের মাঠে সেই দলটিই ফের হোঁচট খেল অবনমন অঞ্চলের দল নঁতের কাছে।
লিগ ওয়ানের ম্যাচে প্রথমার্ধে এগিয়ে যাওয়া পিএসজি রোববার হেরেছে ২-১ গোলে। ইউলিয়ান ড্রাক্সলারের গোলে পিছিয়ে পড়ার পর সমতা টানেন কোলো মুয়ানি। পরে মোজেস সিমোনের গোলে দারুণ জয় নিয়ে ফেরে নঁত। ২৯ ম্যাচে লিলের পয়েন্ট ৬৩। সমান ম্যাচে ৩ পয়েন্ট কম নিয়ে দুইয়ে মাওরিসিও পচেত্তিনোর দল।
রোববার ঘরের মাঠে শুরু থেকেই বলের দখল রেখেছিল পিএসজি। কিন্তু একের পর এক আক্রমণ করেও প্রতিপক্ষের জালমুখ খুলতে পারছিলো না দলটি। এর মধ্যে সেরা সুযোগটি পান কিলিয়ান এমবাপে; তার শটটি দারুণ ক্ষিপ্রতায় পা দিয়ে ঠেকান ফরাসি গোলরক্ষক আলবোঁ লাফুঁ। অবশেষে ৪২তম মিনিটে গোলের অপেক্ষা শেষ হয় চ্যাম্পিয়নদের। এ যাত্রায় নঁতের রক্ষণ বল বিপদমুক্ত করতে ব্যর্থ হলে বাঁ পায়ের শটে ঠিকানা খুঁজে নেন জার্মান মিডফিল্ডার ড্রাক্সলার।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেও দারুণ খেলছিল পিএসজি। তাই ৪৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ হওয়ার সুযোগ পেয়েছিল দলটি। তবে দুজন ডিফেন্ডারকে এড়িয়ে এমবাপের নেওয়া শট দূরের পোস্টের পাশ দিয়ে বাইরে যায়। এর কিছুক্ষণ পরই দারুণভাবে ঘুরে দাঁড়ায় নঁত। ৫৯তম মিনিটে ডি-বক্সের মধ্যে থেকে সমতা টানেন তরুণ ফরাসি ফরোয়ার্ড মুয়ানি। ১২ মিনিট পর তার পাস থেকে দলকে এগিয়ে নেন সিমোন। এরপরও সমতায় ফেরার বেশ সময় পেয়েছিল পিএসজি। কিন্তু তেমন কিছুই করতে পারেনি ফরাসি ক্লাবটি। যে কারণে ঘরের মাঠে হার সঙ্গী করেই ফিরতে হয়েছে কিলিয়ান এমবাপেদের।