খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবেন, ততদিন দেশের উন্নয়ন অর্জন অব্যাহত থাকবে। আমরা সৌভাগ্যবান যে, শেখ হাসিনার মতো এক জনকে প্রধানমন্ত্রী হিসেবে পেয়েছি।
রোববার (১৪ মার্চ) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ সাংবাদিক জোট আয়োজিত ‘বাসাজ পুরস্কার-২০১৯’ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, গণমাধ্যমে প্রকাশিত বস্তুনিষ্ঠ সংবাদ দেশের জন্য অলংকার। ভুলত্রুটি উঠে এলে তা সংশোধনের সুযোগ পায়, এতে দেশে কল্যাণ বয়ে আসে। অন্যদিকে, একই গণমাধ্যমে একটি বিষয়ে দুই ধরনের প্রতিবেদনও দেখা যায়। এটা হলুদ সাংবাদিকতার অংশ, যা দেশের জন্য ক্ষতিকর, উন্নয়নের জন্য ক্ষতিকর।
তিনি বলেন, আমরা সৌভাগ্যবান যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো এক জনকে প্রধানমন্ত্রী হিসেবে পেয়েছি। আওয়ামী লীগ ক্ষমতায় আসার সময় দেশের অবস্থা খুব ভালো ছিল না। এখন দেশের উন্নয়ন অব্যাহত আছে, জিডিপি গ্রোথ ভালো অবস্থানে, অবকাঠামো সব দৃশ্যমান, পদ্মাসেতুসহ আরও বড় বড় প্রকল্প শেষের দিকে। শেখ হাসিনা যতদিন থাকবেন, ততদিন দেশের উন্নয়ন হবে। একটা দল সবসময় কিছু কথা বলতেই থাকে দেশ ও জনগণের বিরুদ্ধে।
সাধন চন্দ্র মজুমদার বলেন, যেকোনো ভালো কাজের স্বীকৃতি পেলে উৎসাহ আরও বেড়ে যায়। আমাদের দেশের সাংবাদিকদের ভালো কাজের স্বীকৃতি জন্য সরকারিভাবে কিছু চালু করা যেতে পারে। একটি ভালো সংবাদ দেশের জন্য অলংকার স্বরূপ। তাই করোনাভাইরাসের মধ্যে সাংবাদিকদের জন্য আর্থিক সহযোগিতার ব্যবস্থা করেছেন সরকার। ভালো সংবাদের স্বীকৃতি স্বরূপ সাংবাদিকদের প্রতি বছর কিছু সম্মানী দেওয়ার অনুরোধ করেন তিনি।
তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেন, গণমাধ্যম আমাদের চতুর্থ স্তম্ভ। তারা সমাজের ত্রুটি ও অন্যায়কে তুলে ধরছেন। যেসব অন্যায় দেশের জন্য ক্ষতিকর তা তুলে ধরবেন, কিন্তু দেশের ক্ষতি হয় এমন কিছু না লেখাই ভালো। আমরা সবসময় গণমাধ্যমের কল্যাণে কাজ করে যাচ্ছি।
বাংলাদেশ সাংবাদিক জোটের সিনিয়র সহ-সভাপতি জাহিদুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- সংগঠনটির সাধারণ সম্পাদক এস এম শামসুল হুদা প্রমুখ।