ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আগেই জানিয়েছিল, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পঞ্চদশ আসরে খেলবে দশটি দল। ২০২২ সালের এ আসর শুরু হতে এখনো প্রায় এক বছর বাকি। নতুন দুটি দলের জন্য আগামি মে মাসেই নিলাম অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
বর্তমানে আইপিএলে আটটি দল খেলে থাকে। তবে ২০২২ আইপিএল থেকে আরো দুটি দল বাড়বে। বিসিসিআই ঠিক করেছে, মে মাসেই নতুন ২ দল বেছে নেয়ার জন্য নিলাম হবে।
শনিবার বোর্ড মিটিংয়ে এমন সিদ্ধান্ত নেয়া হয়। সৌরভ গাঙ্গুলি, জয় শাহদের উপস্থিতিতেই সিদ্ধান্ত নেয়া হয় যে মে মাসে হবে নিলাম। সেই সময় আইপিএল ২০২১-এর শেষ পর্ব চলবে।
বোর্ডের এক শীর্ষ কর্তা ভারতীয় সংবাদ সংস্থাকে দেয়া সাক্ষাৎকারে বলেন, আগামী বছর থেকেই ১০ দলের আইপিএল হবে। নিলাম এবং আনুষঙ্গিক সব কাজ মে মাসের মধ্যেই শেষ করা হবে বলে ঠিক করেছে ক্রিকেট বোর্ড।
মূলত পরের আইপিএলের আগে নতুন ২ দল যেন নিজেদের গুছিয়ে নিতে যথেষ্ট সময় পায়, সেই জন্যই মে মাসের মধ্যে সব কিছু চূড়ান্ত করতে চাইছে বিসিসিআই। ১০ দলের আইপিএল আরো আকর্ষণীয় হবে বলে মনে করছে কর্তৃপক্ষ।